Tuesday, December 10, 2024

১৪ জুন পর্যন্ত বিনামূল্যে, এরপরেই করা হবে ফাইন! এখুনি সেরে ফেলুন আধার কার্ডের গুরুত্বপূর্ণ এই কাজ

বর্তমানে সবারই কাছে আধার কার্ড (Addhar Card) রয়েছে। আধার কার্ড যে কতখানি গুরুত্বপূর্ণ নথি তা আমাদের সকলেরই জানা। বলতে গেলে আধার কার্ড ছাড়া সরকারি হোক কিংবা বেসরকারি যে কোন কাজ করতে গেলেই আধার কার্ডের প্রয়োজন পড়ে। এমতাবস্থায় একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে আধার কার্ডের বিশেষে। কি সেই গুরুত্বপূর্ণ খবর চলুন যেনে নেই।

জানা গেছে যে, আপনার যদি ১০ বছরের পুরনো আধার কার্ড থেকে থাকে তাহলে সেই আধার কার্ড আপডেট (update) করার সময় এসে গেছে। যদি আপনি আপনার আধার কার্ড ১০ বছরের মধ্যে কখনো আপডেট না করে থাকেন তাহলে সেই আধার কার্ড অতিসত্বর আপডেট করে ফেলুন। ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সরকারের তরফ থেকে। এবং সাধারণ মানুষের জন্য আধার কার্ড আপডেট সম্পুর্ন বিনামূল্যে করা হয়েছে ১৪ জুন পর্যন্ত। এর পরেই আধার কার্ড আপডেট করতে গেলে টাকা দিতে হবে আপনাকে এবং সেই সাথে ফাইন দিতেও হতে পারে আপনাকে। তাই ১৪ জুনের আগে ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করে ফেলাটা বুদ্ধিমানের কাজ।

এভাবে ঘরে বসে অনলাইনে করে ফেলুন আধার আপডেট: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Addhar Card update

আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in- যেতে হবে। এরপর আপনাকে আপনার ফোন নম্বর দিতে হবে। এবং সেই ফোন নম্বরে একটি OTP আসবে। এরপর সেই OTP দিয়ে পেজটি লগইন করার পর আপনাকে আপনার ডকুমেন্ট আপডেটে ক্লিক করে নিয়ে তারপর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার আইডি প্রুফ এবং আপনাকে আপনার অ্যাড্রেস প্রুফের কপি আপলোড করতে হবে। এভাবেই আপনার ১০ বছরের পুরনো আধার কার্ডের আপডেটের অনুরোধ গ্রহণ করা হবে। তবে আপনি চাইলে এই কাজ আপনার নিকটবর্তী পোস্ট অফিস কিংবা আধার সেন্টারে গিয়েও করতে পারবেন বিনামূল্যে।

আপনার জন্য
WhatsApp Logo