Tuesday, October 15, 2024

হিম্মত জুটিয়ে মাত্র ৫০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যাবসা! মাসে ২৫ হাজার টাকা তুরি মেরে আয় হবে

যারা সম্পূর্ণ বেকার রয়েছেন এবং এই মুহূর্তে কোনো একটি কাজ করে নিজের পরিবারকে আর্থিক দিক থেকে সহায়তা করার চেষ্টা করছেন,তাদের জন্য আজকে একটি ছোটো ব্যবসার আইডিয়া বা রোজগারের পথ সম্পর্কে বলতে যাচ্ছি। এটি এমন একটি কাজ বা ব্যবসা যেটা আপনি ন্যূনতম ৫০০০ টাকা থেকেও শুরু করতে পারেন। এবং এই ব্যবসা শুরু করার পর থেকেই আপনি এর মধ্যে বিপুল থেকে বিপুল পরিমাণ লাভ দেখতে পাবেন। বতর্মানের বাজারে অল্প সময় কাজ করে মাসে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা রোজগার করা অনেক বড়ো ব্যাপার। আর এই কাজ বা ব্যবসার হাত ধরে আপনি অনায়াসেই মাসে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা রোজগার করতে পারবেন।।

বতর্মানে ছোটো বড়ো সবার কাছেই দামী দামী স্মার্টফোন (Smart phone) রয়েছে। সবার কাছে এতো স্মার্টফোন থাকায় বোঝাই যায় যে যেকোনো জায়গায় মোবাইল অ্যাকসেসরিজের (Accessories) ব্যবসা সব জায়গাতেই চলবে। আর ভবিষ্যতেও মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসার পথ আরও প্রসারিত হবে। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি কেউ মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা শুরু করেন, তাহলে সেখান থেকে যে খুব ভালো মাসিক রোজগার করা যাবে তাতে কোনো সন্দেহ থাকে না।

মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা বলতে মোবাইলের ব্যাক কভার, হেডফোন, সস্তা চার্জার এসব সেল করাকে বোঝানো হয়। এখন আপনি একই সাথে এই সবকিছু সেল করতে পারেন, আবার চাইলে এর মধ্যে যেকোনো একটা নিয়েও ব্যবসা করতে পারেন।। যেমন শুধুমাত্র হেডফোন সেল করা।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মোবাইল এক্সেসরিজ ব্যবসা থেকে কত টাকা রোজগার যায়??

Mobile accessories business idea 2023

ধরুন, আপনি মোবাইল অ্যাকসেসরিজের মধ্যে শুধুমাত্র হেডফোন নিয়ে কাজ করবেন। এখন যদি আপনি কলকাতার চাঁদনি মার্কেট থেকে হেডফোন কিনেন তাহলে আপনি ২০-৩০ টাকায় ভালো ভালো হেডফোন পেয়ে যাবেন। সেই সমস্ত হেডফোন আপনি নিজের এলাকাতে কম করে হলেও ১৫০ বা ২০০ টাকায় সেল করতে পারবেন। তাহলেই ভাবুন একটি হেডফোন সেল করে আপনার লাভ কত হচ্ছে।। এক্ষেত্রে একদিনে যদি আপনি ৪ থেকে ৫ টা হেডফোনও সেল করতে পারেন, তাহলেও আপনার ৪০০ থেকে ৫০০ টাকা রোজগার হবে। আর এভাবেই আপনি খুব সহজেই ভালো টাকা রোজগার করে নিজের পরিবারের পাশে দাড়াতে পারবেন।।

আপনার জন্য
WhatsApp Logo