Wednesday, September 18, 2024

গরম পড়তেই বাড়ছে বিদ্যুতের খরচ, বিল কমাতে করুন বিশেষ এই কাজ

শীতকাল টা ছিল বেশ ভালোই ছিল। গরম কাল আসতে না আসতেই বাড়তে চলেছে বিদ্যুৎ বিল। যদিও শীতকালে হিটার চালালে কম বিদ্যুৎ বিল আসতো না। কিন্তু গরম কালে ফ্যান, এসি এমনকি ফ্রিজ চালালে যা বিদ্যুৎ বিল আসে তা শুধুমাত্র হিটার চালানোর থেকেও দিগুন। আর এই গরমকালের বিদ্যুৎ বিল দিতে গিয়েই হিমসিম খান অনেকে। তবে কয়েকটি টোটকা ফলো করলেই গরমকালে অতিরিক্ত বিদ্যুৎ থেকে খুব সহজেই রেহাই পাওয়া যায়।

গরমে অতিরিক্ত বিদ্যুৎ থেকে রেহাই পান এভাবে:

১) পুরনো বাল্ব বা টিউব লাইট: এই আধুনিকতার যুগেও অনেকের বাড়িতে দেখা যায় পুরনো বাল্ব বা টিউব লাইট জ্বলতে। আসলে এসব বাল্ব বা টিউব লাইট গুলো প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয় করে। এসবের বদলে বাড়িতে CFL বা LED লাইট জ্বালান, এতে খরচ অনেক কম আসবে।

২) মোবাইল ফোনের চার্জার: আপনি হয়তো জানেন না যে মোবাইল ফোনের চার্জারে যে ছোট্ট একটি ইন্ডিকেটর জ্বলে সেটাও অল্প অল্প করে বিদ্যুৎ অপচয় করে। তাই বুদ্ধিমানের কাজ হবে ফোন চার্জ হয়ে গেলে চার্জারও খুলে রাখুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩) ফ্রিজ: সারাদিন ফ্রিজ চালিয়ে রাখবেন না। মাঝে মধ্যে আধ ঘন্টার জন্য ফ্রি বন্ধ রাখুন। এতে আপনার ফ্রিজের ভিতরের সামগ্রীর কোন প্রকার কোন ক্ষতি হবে না, বরং বিদ্যুৎ অপচয় একটু হলেও রোধ হবে।

৪) এসি: অনেকেই আছেন যারা কিনা AC রিমোট নিয়ে বন্ধ করার পর এসির সুইচ বন্ধ করেন না বা ভুলে যান। এতেও কিন্তু অতিরিক্ত ইউনিট পুড়ে। তাই সবসময় রিমোটের সাহায্য AC বন্ধ করার পর AC-র সুইচ বন্ধ করতে ভুলবেন না।

How to control electricity on summer

৫) ফ্যানের রেগুলেটর: অনেকেই ভাবেন হয়তো ফ্যানের রেগুলেটর কম করে দিলে ফ্যান আস্তে ঘোরে এবং বিদ্যুত বিল কম আসবে। কিন্তু মোটেও তা নয়, ফ্যানের রেগুলেটর কমালে বিদ্যুতের খরচে কোন রকম কোন পরিবর্তন আসে না। বরং একই থাকে।

সবশেষে, যে কোন ইলেকট্রিক সরঞ্জাম কেনার আগে অবশ্যই তার রেটিং দেখে কিনুন। ৫ স্টার রেটিং যুক্ত ইলেকট্রিক সরঞ্জাম কম ইউনিট বিদ্যুত খরচ করে। অপরদিকে বাড়িতে পুরনো ইলেকট্রিক সরঞ্জাম থাকলে সেগুলো তুলনামূলক ভাবে বেশি ইউনিট বিদ্যুত পুড়ে।

আপনার জন্য
WhatsApp Logo