Saturday, November 2, 2024

SBI এর সাথে ব্যাবসা করে মাসে আয় করুন ৯০ হাজার টাকা! দুর্দান্ত এ সুযোগ হাতছাড়া করা মানে নির্ঘাত বোকামি

ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) জনগণের জন্য বিভিন্ন সময়ে, বিভিন্ন ধরনের জন কল্যাণমূলক পরিকল্পনা নিয়ে আসে। এবার SBI আমাদের সবার জন্য এমন একটা প্ল্যান নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনি কোনো কাজ না করেই প্রতিমাসে ৯০,০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন।। SBI-থেকে কিভাবে আপনি প্রতিমাসে ৯০ হাজার টাকা পযর্ন্ত রোজগার করতে পারবেন? সবটা জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

কিছুদিন আগে আমরা আপনাদের একটা প্রতিবেদন শেয়ার করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে আপনি কিভাবে পোস্ট অফিস (post office) থেকে মাসে প্রচুর টাকা রোজগার করতে পারবেন। পোস্ট অফিস থেকে টাকা রোজগার করার উপায় হলো পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি গ্রহন করা।। ঠিক একই উপায়ে আপনি SBI-থেকেও রোজগার করতে পারবেন।। তবে পোস্ট অফিস ফ্রাঞ্চাইজি গ্রহন করে সেখান থেকে টাকা রোজগার করা অনেকটাই ঝামেলার বিষয় ছিল। এবং সবচাইতে বড় কথা হলো সেখান থেকে টাকা কমানোর জন্য আপনাকে অনেক কাজ করতে হতো। কিন্তু SBI থেকে টাকা কামানোর যে উপায় রয়েছে সেখানে না তো কোনো ঝামেলা রয়েছে আর না তো টাকা রোজগারের জন্য আপনাকে সেখানে কোনো কাজ করতে হবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে মাসে ৯০,০০০ টাকা রোজগার করার জন্য আপনার এমন একটি জায়গায় জমি থাকা প্রয়োজন যার ১০০ মিটারের মধ্যে কোনো এটিএম নেই। সেই জায়গায় যদি আপনি SBI ATM বসাতে হবে।। আপনার জায়গায় এটিএম বসাতে হলে আপনার এলাকায় সবসময়ই বিদ্যুৎ থাকতে হবে এবং সেই সঙ্গে এটিএম থেকে টাকা তোলেন এমন লোক থাকতে হবে। যদি আপনার এমন লোকেশনে একটি ভালো জায়গা থাকে তাহলে আপনি এসবিআই এটিএম ভেন্ডারস এর থেকে SBI ATM ফ্রাঞ্চাইজি গ্রহণ করতে পারেন। এবং এভাবে ATM বসিয়ে কোনো কাজ না করেই প্রতিমাসে ৯০ হাজার টাকা পযর্ন্ত রোজগার করতে পারেন।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI ATM franchise business

কিভাবে SBI এর এটিএম ফ্র্যাঞ্চাইজি জন্য আবেদন করবেন?

আপনি আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন SBI এর এটিএম ফ্র্যাঞ্চাইজি জন্য। অথবা সেখানে কোন রকম কোন কোন সহায়তা না পেলে আপনি SBI এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে SBI এর এটিএম ফ্র্যাঞ্চাইজি জন্য আবেদন করতে পারবেন।

কিভাবে রোজগার হবে মাসে ৯০ হাজার টাকা?

আপনাদের জানিয়ে দেই যে, আপনার এলাকা বা শহরে আপনার তৈরি করা SBI এর ATM বুথ থেকে যার যারা টাকা তুলবেন সেই হিসেবে আপনাকে কমিশন দেয়া হবে SBI- এর তরফ থেকে। তবে আজকাল যা ATM এর চাহিদা এটিএম ফ্র্যাঞ্চাইজি থেকে মাসে ৯০ হাজার টাকা রোজগার করা কোন বড় ব্যাপার নয়।

আপনার জন্য
WhatsApp Logo