Friday, December 13, 2024

মাত্র ১২১ টাকা জমা দিলে মিলে ২৭ লক্ষ টাকা! LIC-র এই দুর্দান্ত স্কিমের ব্যাপারে জানেন খুব কম লোক

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন তথা LIC হলো ভারতের সবচেয়ে বড় বিমা সংস্থা। প্রায় প্রত্যেকেরই হয়তো এই LIC তে কোন না কোন পলিসি (policy) কেনা আছে। তবে আজ আমরা LIC-র একটি বিশেষ পলিসি তথা স্কিমের ব্যাপারে বলবো আপনাদের, যেই স্কিমের ব্যাপারে হয়তোবা খুব কম লোকই জানেন। কারণ এই বিশেষ স্কিমের মাত্র ১২১ টাকা বিনিয়োগে LIC থেকে আপনি পাবেন ২৭ লক্ষ টাকা। কিন্তু কিভাবে জানুন বিস্তারিত।

LIC- এর বিশেষ স্কিমের নাম হচ্ছে, এলআইসি কন্যাদান পলিসিতে (LIC Kanyadan Policy)। যেটা কিনা শুধুমাত্র মেয়েদের জন্য তৈরি করা হয়েছে। তাই আপনার বাড়িতে যদি কোন কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনি আপনার মেয়ের নামে LIC-র কন্যাদান পলিসিতে টাকা বিনিয়োগ করতে পারেন, মাত্র ১২১ টাকা। আর এই স্কিমের মেয়াদ উত্তীর্ণ সময়ে পর এই স্কিম থেকে আপনার মেয়ে পাবে নগদ ২৭ লক্ষ টাকা।

LIC zone

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LIC- এর কন্যাদান পলিসির মেয়াদ হচ্ছে ২৫ বছর। তবে এই স্কিমে আপনি যদি প্রতিদিন মাত্র ১২১ টাকা করে বিনিয়োগ করেন তাহলে আপনাকে শুধুমাত্র ২৫ বছরের জায়গায় কেবলমাত্র ২২ বছর প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ আপনাকে ৩ বছর কোন প্রিমিয়াম দিতে হবে না এই পলিসিতে। অন্যদিকে আপনি যদি প্রতিদিন ১২১ টাকা করে মেয়ের নামে LIC-র এই স্কিমে টাকা জমা করেন তাহলে আপনার মাসে বিনিয়োগের অর্থ দাঁড়াচ্ছে ৪৫৩০ টাকা। আর এভাবে টাকা বিনিয়োগ করে যেতে পারলে ২৫ বছর পর আপনি এখান থেকে পাবেন ২৭ লক্ষ টাকা। যদিও LIC-র এই পলিসি কেনার জন্য ৩টি শর্ত রয়েছে।

এলআইসি কন্যাদান পলিসির ৩টি শর্ত:

) LIC- এর পলিসিটি শুধুমাত্র মেয়ের বাবাই কিনতে পারবেন।

) বাবার বয়স হতে হবে ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।

) পলিসি কেনার সময় মেয়ের বয়স কমপক্ষে ১ বছর হতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo