দৈনিক 259 টাকা সঞ্চয়, এই LIC স্কিমে বিনিয়োগ করলে ২১ বছর বয়সে সন্তান হবে লাখ টাকার মালিক

দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) সমস্ত বয়স্ক মানুষদের জন্য দারুন দারুন সব স্কিম নিয়ে হাজির হয়। তবে শুধু বয়স্কদের জন্য নয়, LIC-র কাছে শিশুদের জন্যও রয়েছে বেশ কয়েকটি চমৎকারি স্কিম। যেই স্কিমের মাধ্যমে আপনি যদি টাকা বিনিয়োগ করেন তাহলে একটি নির্দিষ্ট বয়সের পর আপনার সন্তান হতে পারে লাখ টাকার মালিক। আজ তেমনি একটি LIC- এর স্কিমের কথা বলবো আপনাদের যেখানে দৈনিক মাত্র ২৫৯ টাকা বিনিয়োগে আপনার সন্তান পাবে ১১ লক্ষ টাকা।

LIC- এর এই স্কিমের নাম হচ্ছে জীবন তরুণ নীতি (Life is young policy)। অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা ও অন্যান্য চাহিদার কথা মাথায় রেখে LIC- এর এই জীবন তরুণ নীতিতে টাকা বিনিয়োগ করতে পারেন। এবং LIC-এর জীবন তরুণ পলিসিতে টাকা বিনিয়োগ করার জন্য আপনার সন্তানের বয়স হতে হবে কমপক্ষে ৯০ দিন। সন্তানের বয়স ৯০ দিন হলেই আপনি এই স্কিমে দৈনিক মাত্র ২৫৯ টাকা জমা করে পাবেন ১১ লক্ষ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিমিয়ার কখন দিতে হবে?

LIC-র এই জীবন তরুণ নীতি অনুসারে, সন্তানের বয়স ২০ বছর না হওয়া পর্যন্ত তার পিতামাতাকে প্রিমিয়াম দিতে হবে। যখন সন্তানের বয়স ২৫ বছর হবে তখনই সমাপ্তি ঘটবে প্রিমিয়াম দেওয়ার। এবং আপনি যদি চান তাহলে আপনি ন্যূনতম ৭৫,০০০ হাজার টাকা দিয়ে এই পলিসিটি কিনে নিতে পারেন। এর জন্য কোনো বয়সের সর্বোচ্চ সীমা নেই। আপনি যদি ১২ বছরের সন্তানের জন্য এই পলিসিটি কিনে থাকেন তাহলে পলিসির মেয়াদ হবে শেষ ১৩ বছরের এবং এতে ন্যূনতম পাঁচ লাখ টাকা বিনিয়োগ নিশ্চিত করতে হবে আপনাকে হবে।

Life is young policy

এভাবে মিলবে ১১ লক্ষ টাকা:

আপনি যদি দৈনিক আপনার সন্তানের নামে LIC- এর জীবন তরুণ নীতিতে ২৫৯ টাকা করে বিনিয়োগ করেন তাহলে আপনার বার্ষিক প্রিমিয়ার দাঁড়াবে ৯৩,৩৫১ টাকায় এভাবে ৮ বছর প্রিমিয়ার দেওয়ার পর আপনার মোট বিনিয়োগ হবে ৭,৩২,৭৩৮ টাকা। এর পরে আপনি বিনিয়োগের পরিমাণের উপর ৩,৭০,৫০০ টাকা বোনাস পাবেন। আর এইভাবে আপনার সন্তান পাবে ১১ লাখ টাকার বেশি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment