Friday, December 8, 2023

মাত্র ১৬৬ টাকা জমা করে পাঁচ বছর পর পান ৫০ লাখ টাকা! LIC-র এই স্কিম সমন্ধে জানেন খুব কম লোক

আজকালকার দ্রব্যমূল্যের বাজারে পকেট টান থাকে সবারই। কিন্তু এর মধ্যেও সঞ্চারের জন্য কিছু টাকা জমিয়ে রাখতে হয় ভবিষ্যতের জন্য। তবে আপনি যদি সঠিক স্থানে আপনার অর্থ জমা না করান তাহলে আপনি কিন্তু আপনার জমানো অর্থের উপরে ভালো একটি রিটার্ন পাবেন না। তাই আজ আমরা আপনাদেরকে এমনই একটি স্কিম সমন্ধে বলতে যাচ্ছি যেখানে মাত্র দৈনিক ১৬৬ টাকা জমা করে আপনি পাবেন ৫০ লক্ষ টাকা।

এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় লাইফ ইন্সুরেন্স কোম্পানী হলো LIC, আর এই LIC-ই নিয়ে এসেছে তাদের গ্রাহকদের জন্য একটি দারুন স্কিম, যেখানে দৈনিক মাত্র ১৬৬ টাকা জমিয়ে মিলবে ৫০ লক্ষ টাকা। আর LIC-র এই স্কিমের নাম হচ্ছে বীমা রত্ন নীতি। যেখানে ৫ বছরের জন্য আপনাকে দৈনিক ১৬৬ টাকা করে জমা করাতে হবে। এবং এই স্কিমের মেয়াদ উত্তীর্ণ সময়ের পর আপনাকে দেয়া হবে ৫০ লক্ষ টাকা।

LIC-র এই স্কিমে বিনিয়োগ করার সর্বনিম্ন বয়স হচ্ছে ৯০ দিন এবং সর্বোচ্চ হচ্ছে ৫৫ বছর। অর্থাৎ আপনি চাইলে ৫৫ বছর পর্যন্ত LIC এই বীমা রত্ন নীতিতে টাকা জমা করাতে পারবেন। এবং আপনি চাইলে ৩ মাস অথবা ৬ মাসের কিস্তিতেও LIC- এর স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন। তবে কেউ যদি LIC- এই স্কিমে ১৫ বছরের জন্য ৫ লাখ টাকা জমা করান তাহলে তিনি ৯ লাখ টাকা পাবেন। অপরদিকে ৫ বছরের দৈনিক ১৬৬ টাকা বিনিয়োগ তিনি পাবেন ৫০ লক্ষ টাকা।

আপনার জন্য
WhatsApp Logo