Saturday, July 27, 2024

কিপ্যাড ফোন দিয়েও UPI এর মাধ্যমে পাঠানো যায় টাকা! শিখে নিন পদ্ধতি কখনো না কখনো কাজে আসবে

বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। এই যুগে অনেকেই ক্যাশলেস লেনদেন (Cashless transaction) করে থাকেন। বিশেষ করে হাতে একটি স্মার্টফোন থাকলেই এবং তার সাথে ব্যাংক একাউন্ট জুড়ে দিলেই ক্যাশলেস লেনদেন করা যায় খুব সহজেই। অন্যদিকে আবার ডিজিটাল লেনদেনের দিকে বেশ জোর দিচ্ছে দেশের সরকার। তাই গত কয়েক বছরের তুলনায় চলতি বছরে কয়েকগুণ বেড়েছে ডিজিটাল লেনদেন ব্যবহারকারী। কিন্তু এখনো এমন অনেক মানুষ আছেন যারা কিনা ডিজিটাল ইন্ডিয়ার (digital India) সাথে যুক্ত হতে পারছেন না। কোন স্মার্টফোন না থাকার কারণে ক্যাশলেস লেনদেন করতে পারছেন না তাঁরা।

জানা গেছে যে, সরকার এই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে এবার কিপ্যাড ফোনের সাহায্যও UPI ব্যাবহার করে টাকা পাঠাতে পারবেন তাঁরা। বিশেষ করে UPI- এর এই সুবিধা চালু করা হয়েছে বয়স্ক মানুষদের জন্য, যারা কিনা স্মার্টফোন চালাতে পারেন না কিংবা যাদের কাছে কোন স্মার্টফোন নেই। তবে শুধু বয়স্করা নয় আপনিও যদি কিপ্যাড ফোন দিয়ে UPI- এর মাধ্যমে টাকা লেনদেন করতে চান তাহলে জেনে নিন এই পদ্ধতি।

 

কিপ্যাড ফোন দিয়ে UPI- এর মাধ্যমে টাকা লেনদেন করুন এভাবে:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিপ্যাড ফোন দিয়ে UPI- এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম 08085163666 এই নম্বরটি ডায়াল করতে হবে আপনাকে। এরপর আপনাকে আপনার ভাষা বেছে নিতে হবে। এরপর টাকা লেনদেন কিংবা টাকা পাঠানোর জন্য 1 চিপতে হবে আপনাকে। এবার যেই ব্যাংক থেকে আপনি টাকা পাঠাতে চান সেটি মুখে বলতে হবে আপনাকে। এরপর 1 চিপে কনফার্ম করুন। এরপর আবার 1 চিপতে হবে টাকা লেনদেন করার জন্য। তারপর একটি মোবাইল নম্বর লিখুন যাতে আপনি টাকা পাঠাতে চান। এরপর কনফার্ম করার জন্য ফের আপনাকে 1 চিপতে হবে। এরপর আপনি যতো টাকা পাঠাতে চান তা লিখুন। সবশেষে UPI পিন দিলেই আপনার টাকা লেনদেন সম্পুর্ন হয়ে যাবে।

জানিয়ে দেই যে, কিপ্যাড ফোন দিয়ে UPI- এর মাধ্যমে টাকা লেনদেন/ পাঠানোর জন্য সর্বপ্রথম আপনাকে UPI পিন তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে আপনি যদি বয়স্ক কোন ব্যক্তি হোন সাহায্য নিতে পারেন বাড়ির কোন যুবকের নইলে একটু কষ্ট করে চলে যান সাইবার ক্যাফেতে।

আপনার জন্য
WhatsApp Logo