Wednesday, October 9, 2024

২৫০ টাকা বিনিয়োগ! আর তাতেই মেয়ের বিয়ের সময় মিলবে ৫২ লাখ টাকা! জানুন কেন্দ্রের এই প্রকল্পের ব্যাপারে

প্রায় সব বাবারাই মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত থাকে। মেয়ে পড়ালেখা শেষ করলে তার বিয়ে দিতে হবে, আর এটা একটি বড় দায়িত্ব প্রতিটা বাবার জন্য। তবে অনেকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী না হাওয়ার কারণে মেয়ের পড়াশুনো কিংবা মেয়েকে ভালো একটি জায়গা দেখে বিয়ে দিতে পারেন না। আর এমন সব বাবাদের কথা মাথায় রেখেই কেন্দ্র সরকার নিয়ে এসেছে একটি দারুন প্রকল্প। যেই প্রকল্পের মাধ্যমে মেয়ের পড়ালেখা থেকে শুরু করে মেয়ের বিয়ের বয়স হলেই মিলবে ৫২ লক্ষ টাকা। তবে এর জন্য অবশ্য আপনাকে সামান্য কিছু অর্থ বিনিয়োগ করতে হবে এই প্রকল্পে।

কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম হচ্ছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya samriddhi Yojana)। যেই প্রকল্পে আপনাকে বার্ষিক ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হবে। এবং দীর্ঘ মেয়াদি এই স্কিমে আপনাকে ৩ গুন রিটার্ন দেওয়া হবে। জানা গেছে, মেয়ের ভবিষ্যত উজ্জ্বল করতে সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা নামের এই স্কিমটি চালাচ্ছে। যেই স্কিমে আপনাকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে। তবে আপনি চাইলে এই স্কিমের সর্বনিম্ন ২৫০ টাকা বিনিয়োগ করেও শুরু করতে পারবেন।

Sukanya Samriddhi Yojana Update post

আপনি যদি প্রতিমাসে এই স্কিমে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে বছরে আপনার বিনিয়োগ করা অর্থ দাঁড়াচ্ছে ১ লাখ ২০ হাজারে। এবং ১৫ বছর বাদে আপনি এই স্কিমে মোট বিনিয়োগ করবেন ১৮ লাখ টাকা। যেখানে আপনাকে ৭.৬ শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়া হবে। এবং ১৫ বছর পরে আপনার বিনিয়োগ করা অর্থ সহকারে আপনি পাবেন মোট ৫৩ লক্ষ ৭৪ হাজার ৪৫৭ টাকা। তবে আপনি চাইলে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সর্বনিম্ন ২৫০ টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন। এবং যেখানে বিনিয়োগের মোট পরিমাণ হচ্ছে ১.৫০ লক্ষ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo