অনেকেই আমরা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে থাকি। কেউ বিজনেস (Business) করার জন্য লোন নিয়ে থাকেন আবার কেউ বাড়ি তৈরির জন্য হোম লোন (Home loan) নিয়ে থাকেন। কিন্তু আপনি যে জায়গা থেকেই ঋণ বা লোন নেন না কেন ঋণ নেওয়ার সময় কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে। নয়তো সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি। আর ঋণ নেওয়ার বিষয়ে RBI- এর কিছু গাইডলাইন (Guideline) রয়েছে। যেই গাইডলাইন অনুযায়ী ঋণ নিলে কখনো সমস্যার মধ্যে পড়তে হবে না আপনাকে।
ঋণ নেওয়ার সময় মাথায় রাখুন এই ৪ বিষয়:
১) কোনো ব্যাংক থেকে ঋণ নেওয়ার আগে জেনে তার সুদ কতো। কারণ বিভিন্ন ব্যাংকের সুদ আলাদা আলাদা হয়ে থাকে। যদি আপনি আগে থেকেই বিভিন্ন ব্যাংকের সুদ জেনে নেন তাহলে ঋণের ক্ষেত্রে ফায়দা হতে পারে আপনার।
২) EMI- এর দিকে নজর দিন। ঋণ নেওয়ার সময় এমন EMI বেছে নিন যেটা আপনি প্রত্যেক মাসে মাসে দিতে পারবেন।
৩) ঋণের শর্তাবলী (terms and condition) মনোযোগ সহকারে পড়ুন ঋণ নেওয়ার আগে। যাতে করে পরে আপনি সমস্যার মধ্যে না পড়েন।
৪) দালালের মাধ্যমে ঋণ নেওয়ার থেকে বিরত থাকুন এতে সমস্যার মধ্যে পড়বেন আপনি। এর চেয়ে ভালো হবে ঋণ নেওয়ার হলে সরাসরি ব্যাংকে যান।