অনেকেই বড়লোক হওয়ার জন্য লটারি কেটে থাকেন। তবে সবার ভাগ্যে তো আর লটারিতে টাকা জেতা লেখা থাকে না। তবে আজ আমরা আপনাদেরকে বলতে যাচ্ছি লটারির থেকেও বড় কিছুর ব্যাপারে। যাতে আপনি এক ধাক্কায় উপার্জন করতে পারবেন ২০ লাখ টাকা। তবে এতে লটারি কেটে না বাধার মতো কোন প্রকার কোন ঝুঁকি নেই। কারণ আমরা আপনাদেরকে বলছি পুরোনো ৫ টাকার নোটের বিষয়ে। পুরোনো ৫ টাকার নোটে বিশেষ একটি চিহ্ন থাকলে আপনি তা বিক্রি করে অনায়াসেই ইনকাম করতে পারবেন ২০ লক্ষ টাকা। তবে নোট থাকলই তো আর হবে না নোট বিক্রির সঠিক স্থান আগে জানতে হবে আপনাকে। তাহলেই আপনি সেই নোট বিক্রি করে লাখপতি হতে পারবেন। চলুন আজ এই বিষয়েই বলবো আপনাদের।
আপনি হয়তো জানেন যে, পুরনো নোটের আসলে কোন সরকারি ভাবে ভ্যালু হয়না। আসলে মানুষ শখের বসে সেগুলো উচ্চ দাম দিয়ে কিনে থাকেন। তাই নোট যত পুরনো এবং তাতে যতো বিশেষত্ব থাকবে সেই নোটের মূল্য ততোই বেশি হবে। তাই আপনার কাছে যদি এই মুহূর্তে এমন কোন ৫ টাকার নোট থেকে থাকে যাতে ট্রাক্টরের ছবি আছে তাহলে আপনি খুবই ভাগ্যবান। এমন নোট আপনি বিক্রি করতে পারবেন ২০ লক্ষ টাকায়। তবে মনে রাখবেন এক্ষেত্রে নোটটি হতে হবে ১৯৭০ সাল থেকে ১৯৮০ সালের মধ্যে। এছাড়াও আপনার কাছে যদি এমন কোন নোট থাকে যাতে কিনা লেখা রয়েছে 786 তাহলেও সেই নোট আপনি বিক্রি করতে পারবেন ৩ লাখ টাকায়।
কোথায় পুরনো নোট বিক্রি করবেন?
পুরনো নোট বা কয়েন বিক্রি করার জন্য বহু ওয়েবসাইট (Website) রয়েছে, যেগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে Indiamart.com, CoinBazzar বা OLX এর মত ওয়েবসাইট। এসব ওয়েবসাইটে সাইন আপ করে নোটের ছবি পোস্ট করে আপনি খুব সহজেই পুরোন নোট বা কয়েক বিক্রি করতে পারবেন।