Wednesday, October 9, 2024

ইনকাম টেক্স দেইনা, তাও কি আধার-প্যান লিঙ্ক করতে হবে? অযথা টাকা দেওয়ার আগে ভালো করে জেনেনিন

আয়কর দফতরের নির্দেশনা অনুযায়ী আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। গত ৩১ মার্চ ছিল আধার-প্যান লিঙ্ক করানোর শেষ তারিখ। কিন্তু দেখা গিয়েছে যে, আধার-প্যান লিঙ্কের শেষ সময়সীমা বেঁধে দেওয়া হলেও দেশের কোটি কোটি মানুষ সময়ের মধ্যে এখনও লিঙ্ক করাননি তাদের প্যান-আধার। তাই বাধ্য হয়ে সেই সময়সীমা বাড়ানো হয়েছে ৩০ জুন পর্যন্ত। অর্থাৎ আপনি হাতে আরো ৪-৫ মাসের মতো সময় পাচ্ছেন আপনার আধার-প্যান লিঙ্ক করানোর, যদিও আধার-প্যান লিঙ্কের ১ হাজার টাকা জরিমানা এখনও মুকুব করা হয়নি।

৩০ জুন হলো আধার-প্যান লিঙ্কের শেষ সময়সীমা। এর মধ্যে আপনি আপনার আধার-প্যান লিঙ্ক না করালে এবারে ১০ হাজার টাকা ফাইন সাথে আয়কর দপ্তর থেকে বাতিল করা হবে আপনার প্যান কার্ড। ফলে আপনি আর আপনার ইনকাম ট্যাক্স (income tax) পে করতে পারবেন না সরকারকে। কিন্তু প্রশ্ন হলো এমন বহু মানুষ আছেন যারা কিনা ইনকাম ট্যাক্স পে করেন না, তাহলে কি তাদেরও এই আধার-প্যান লিঙ্ক করতে হবে? কেননা তাদের তো বার্ষিক আয় ইনকাম ট্যাক্স দেওয়ার মধ্যে পড়ছে না। তাহলে খামখা ১ হাজার টাকা জরিমানা দিয়ে আধার-প্যান লিঙ্ক করানোর কোন মানে হয়না। জেনে নিন এই বিষয়ে সঠিক তথ্য।

Addhar Card

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আয়কর বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে, দেশের প্রত্যেক জনগণকে আধার-প্যান লিঙ্ক করতে হবে। সে আপনি ইনকাম ট্যাক্স পে করেন আর না করেন। কোন নাগরিকের করযোগ্য আয় থাকুক বা না থাকুক, PAN ও Addhar সংযুক্ত করে ফেলা খুবই জরুরি। নয়তো আয়কর বিভাগের ১৩৯এএএ ধারায় ১ জুলাই থেকে তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। দেশের প্রবীণ (৮০ বছরের নিচে) থেকে শুরু করে শিক্ষার্থীরা, উপার্জনহীন মহিলা, অসংগঠিত শ্রমিক এবং নিম্নআয়ের চাকরিজীবীদের আধার-প্যান লিঙ্ক করতেই হবে।

আধার-প্যান লিঙ্ক করিয়েছেন অথচ ভুলে গেছেন, এভাবে চেক করুন:

এরজন্য আমাকে প্রথমে https://uidai.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর Aadhaar Services মেনু থেকে Aadhaar Linking Status অপশনটি বেছে নিতে হবে। এরপরে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি লিখে Get status বাটনে চাপ দিতে হবে, সবশেষে আপনার সামনে একটি capture code আসবে সেটি পূরণ করে দিলেই দেখতে পারবেন আপনার আধার-প্যান লিঙ্ক আছে কি নেই।

আপনার জন্য
WhatsApp Logo