Saturday, July 27, 2024

সেভিংস এবং কারেন্ট একাউন্টের মধ্যে পার্থক্য জানেন? 99% মানুষই কিন্তু না জেনে খুলে বসেন ব্যাংক একাউন্ট!

ব্যাংকে সাধারণত একাউন্ট খুলতে গেলে আমাদের কাছে দুটি অপশন থাকে, প্রথমত হচ্ছে সেভিংস একাউন্ট এবং দ্বিতীয়টি হচ্ছে কারেন্ট একাউন্ট। এমতাবস্থায় বহু মানুষ একাউন্ট খোলার সময় সেভিংস একাউন্ট বেছে নেন। আর এই ব্যাপারে অনভিজ্ঞ হওয়ার কারণে পরবর্তীতে সমস্যার মধ্যে পড়তে হয় অনেককে। তাই প্রত্যেক ব্যাংক একাউন্টধারীদের অবশ্যই জানা উচিত Savings account এবং Current account এর মধ্যে পার্থক্য। আর এই ব্যাপারেই আপনাদেরকে বলবো আমরা।

ব্যাংকে সর্বপ্রথম একাউন্ট খুলতে খেলে অবশ্যই গ্রাহকদের ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় savings এবং current account এর মধ্যে পার্থক্য। কিন্তু অনেক ক্ষেত্রেই গ্রাহকরা ব্যাংকের কথা বুজতে পারেন না! ফলে না বুজেই কেউ savings আবার কেউ current account খুলে বসেন। আর এই দুই টাইপ একাউন্টের মধ্যেই পার্থক্য এই প্রতিবেদনে আপনাদেরকে বলবো আমরা।

Savings এবং current একাউন্টের মধ্যে পার্থক্য:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank

Savings একাউন্ট সাধারণত তৈরি করা হয়েছে আমরা আপনার মতো সাধারণ মানুষের জন্য। অন্যদিকে current একাউন্ট তৈরি করা হয়েছে ব্যবসায়ী কিংবা বিজনেস ম্যানদের জন্য। Savings ব্যাংক একাউন্টে টাকা লেনদেন করার ক্ষেত্রে একটি লিমিট থাকে। কিন্তু current একাউন্টে কোন প্রকার কোন লিমিট নেই আপনি current ব্যাংক একাউন্টে যতো খুশি টাকা রাখা বা টাকা লেনদেন করতে পারবেন। তবে Savings একাউন্টে একটি সুবিধা রয়েছে আর তা হলো এতে জমানো টাকার উপরে সুদ পাওয়া যায় কিন্তু current একাউন্টে কোন সুদের সুবিধা উপলব্ধ নেই।

আপনার জন্য
WhatsApp Logo