Saturday, July 27, 2024

কেবলমাত্র এই ৬টি ব্যাংক বাদে বেসরকারী হয়ে যাচ্ছে দেশের সমস্ত ব্যাংক! ক্ষতির মুখে কোটি কোটি গ্রাহক

সারা দেশে এই মুহূর্তে মোট ১২ টি সরকারি ব্যাংক রয়েছে। আর এসব ব্যাংকে একাউন্ট রয়েছে কোটি কোটি মানুষের। বিশেষ করে দেশের সবচেয়ে বড় ৫ ব্যাংক হচ্ছে, SBI, PNB, BOB, Indian Bank এবং union Bank, এসব ব্যাংক গুলো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে দেশের মধ্যে। কিন্তু শোনা যাচ্ছে যে সরকার খুব শীঘ্রই দেশের ৬টি ব্যাংক বাদে বেসরকারীকরণ করে দিচ্ছে বাকি সমস্ত ব্যাংক গুলোকে। অনেকের মতে, ব্যাংক প্রাইভেট (private) করণের ফলে ক্ষতি হতে পারে কোটি কোটি মানুষের। তাই অতিসত্বর জেনে নিন ব্যাংক প্রাইভেট করণের মধ্যে আপনার যে ব্যাংক একাউন্ট রয়েছে সেটি পড়ছে কিনা।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে ঘোষণা করা হয় যে খুব শীঘ্রই এই সব ব্যাংক গুলোকে বেসরকারিকরণ করা হবে। সরকার নিজে থেকেই এসব ব্যাংকের শেয়ার বিক্রি করে দিতে চলেছে। শুধু তাই নয়, SBI এবং LIC মতো দেশের বৃহত্তম বিমা সংস্থারও কিছু সেয়ার বিক্রি করে দিতে যাচ্ছে সরকার। আর এতে বিরোধী রাজনৈতিক দল গুলো মনে করছে ব্যাংক প্রাইভেটকরণ করা হলে মানুষ প্রচুর ক্ষতির মুখে পড়বেন। এদিকে দেশের আয়োগ নীতির পক্ষ থেকে বলা হয় যে, সরকার শুধু দেশের ৬ শক্তিশালী ব্যাংক বাদে বাকি ব্যাংক গুলোকে এই মুহূর্তে বেসরকারি করণ করতে চাচ্ছে। এবং দেশের ৬টি ব্যাংক (যে গুলো বেসরকারী করণ হচ্ছে না) সেই লিস্ট নিচে দেওয়া হলো।

RBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই ৬টি ব্যাংক private হচ্ছে না:

১) State Bank of India (SBI)

২) Punjab National Bank

৩) Bank of Baroda (BOB)

৪) Indian Bank

৫) canara Bank

৬) union Bank

জানিয়ে রাখি যে, এই ব্যাংক গুলো বাদে দেশের সমস্ত ব্যাংক গুলোকে বেসরকারিকরণ করা হলে দেশের সরকারি ব্যাংকের সংখ্যা ১২ থেকে কমে কেবল ৬ এ দাড়াবে। অন্যদিকে এই সমস্ত ব্যাংক গুলো প্রাইভেটকরণ করা হচ্ছে বলে চিন্তার মুখে গ্রাহকরা।

আপনার জন্য
WhatsApp Logo