Thursday, October 10, 2024

এই পদ্ধতিতে বিদ্যুৎ বিল জমা দিলে ছাড় পাওয়া যায় ২০ শতাংশ, জানেন না অধিকাংশ মানুষই

গরম পড়েছে মানে বিদ্যুত বিল (electric bill) আসতে চলেছে সাধ্যের বাইরে। কিন্তু কি আর করার এই গরমে তো আর ফ্যান-এসি বন্ধ করে থাকা যায়না। বিদ্যুত বিল বেশি আসলেও তা দিতেই হবে। কিন্তু কি হবে যদি আপনি বিদ্যুত বিল দিতে গিয়ে দেখেন যে আপনার বিলের উপরে ২০ শতাংশ পর্যন্ত ছাড় আছে? তাহলে তো বেশ মজাই হয়। কিন্তু শুধু শুধু বিদ্যুত বিলে ২০ শতাংশ ছাড় পাওয়া যায়না, ২০ শতাংশ ছাড় পেতে হলে একটি বিশেষ কায়দা অবলম্বন করতে হবে আপনাকে। আর সেই কায়দায়ই আপনাদেরকে বলবো আমরা। তাই শেষ অব্দি প্রতিবেদনটি পড়ুন বিদ্যুত বিলে ২০ শতাংশ ছাড় পেতে হলে।

এভাবে বিদ্যুত বিলে মিলবে ২০ শতাংশ ছাড়:

বিদ্যুত বিলে ২০ শতাংশ ছাড় পেতে হলে আপনাকে Play Store থেকে Amazon অ্যাপটি প্রথমে ডাউনলোড করতে নিতে হবে। এরপর অ্যাপটির Home page গিয়ে সেখানে থাকা Amazon Pay অপশনে ক্লিক করে, PAY BILLS গিয়ে এর মধ্যে থাকা Electricity অপশনটি বেছে নিতে হবে আপনাকে। এরপর নতুন একটি পেজ খুললে সেখানে আপনাকে আপনার রাজ্য নির্বাচন করে নিতে হবে এরপর পরবর্তী ধাপে আপনাকে আপনার বিদ্যুত বিলের Castomar ID বসিয়ে দিতে হবে সেখানে এবং Fetch Bill অপশনে ক্লিক করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Amazon app

 

এরপর পরবর্তী ধাপে আপনার বিদ্যুত বিল কতো তা payment করতে হবে। Pay Now অপশনে ক্লিক করবেন পেমেন্ট করার জন্য, এরপর প্রয়োজনীয় আপনার সুবিধা মতো payment method বেছে নিয়ে নিতে হবে আপনাকে, তবে কোন কিছুতে ক্লিক না করে আপনি সোজা SHOW MORE WAYS TO PAY বাটনে ক্লিক করবেন। এরপর নতুন একটি পেজ খুলবে আপনার সামনে সেখানে আপনি কি দিয়ে বিল মেটাতে চান তা নির্বাচন করে ENTER CARD DETAILS অপশনে ক্লিক করুন। এরপর Card এর সঠিক তথ্য দিয়ে এরপর আবারও ENTER CARD DETAILS অপশনে ক্লিক করলে দেখবেন ২০ শতাংশ বিদ্যুৎ বিল ছাড় দিয়ে কতো টাকা পেমেন্ট করতে হবে আপনাকে তা দেখাবে। এবং শেষে পেমেন্ট করে দিন। তবে জানিয়ে রাখি যে, ২০ শতাংশ বিল তখনই ছাড় পাওয়া যাবে যখন আপনি প্লাটিনাম RUPAY ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টে প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। প্লাটিনাম RUPAY ডেবিট কার্ডের বাদে এই সুবিধা আপনি অনান্য ডেবিট কার্ডে পাবেন না।

আপনার জন্য
WhatsApp Logo