Tuesday, October 15, 2024

এপ্রিল মাসের মধ্যে এই কাজটি না করলে বাতিল হবে বহু রেশন কার্ড! নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার

একটি গরীব ও মধ্যবিত্ত ফ্যামিলির জন্য রেশন কার্ড (Ration card) কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো বলার অপেক্ষা রাখে না। এই রেশন কার্ডের মাধ্যমেই বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন তাঁরা। তবে এবারে রেশন কার্ড নিয়ে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এপ্রিল মাসের মধ্যে রেশন কার্ডের একটি গুরুত্বপূর্ণ কাজ না করলে রাজ্য সরকারের তরফ থেকে বাতিল করে দেওয়া হতে পারে বহু মানুষের ভিজিটার রেশন কার্ড। তাই রেশন কার্ড বাতিল করতে না চাইলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, বহু বছর আগে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর (Addhar number) লিঙ্ক করানোর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত এমন বহু মানুষ আছেন যারা কিনা রেশন কার্ডের সাথে নিজেদের আধার নম্বর লিঙ্ক করাননি। ফলস্বরূপ এপ্রিল (April) মাসের মধ্যে যদি তারা রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করান তাহলে তাদের ভিজিটার রেশন কার্ডটি বাতিল করে দেওয়া হবে খাদ্য দপ্তরের তরফ থেকে। এবং পরবর্তীতে সময়ে তারা আর রেশন তুলতে পারবেন না।

কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক আছে বুঝবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি খুব সহজেই খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ গিয়ে রেশন কার্ডের সঙ্গে আঁধারে নম্বর যুক্ত আছে কি নেই তা দেখতে পারবেন। এছাড়াও আপনি YouTube এ গিয়ে ‘রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক’ এই কথাটি লিঙ্কে বহু ভিডিও পেয়ে যাবেন রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার।

জানিয়ে দেই যে, আপনার রেশন কার্ড যদি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা মাত্রই তা পুনরায় Activate হয়ে যাবে। এবং আপনি আবার পুনরায় খাদ্য সামগ্রী পাবেন রেশনে।

আপনার জন্য
WhatsApp Logo