আধার-প্যান লিঙ্ক করুন, আধার প্যান লিঙ্ক না করালে বাতিল হয়ে যাবে প্যান কার্ড! সাথে ১০,০০০ টাকা জরিমানা। এই খবরটি শুনতে শুনতে হয়তো অনেকেরই কান পচে গিয়েছে। কিন্তু কেন গুরুত্বপূর্ণ আধার-প্যান লিঙ্ক করা? এর পেছনে কি উদ্দেশ্যে রয়েছে সরকারের? কখনো কি ভেবে দেখেছেন? চলুন তাহলে যেনে নেয়া যাক কেন সরকার এতো জোর দিচ্ছে আধার-প্যান লিঙ্ক করার জন্য সাধারণ মানুষদের? এর কারণ হয়তো অনেকেই জানেন না।
এই কারণে আধার-প্যান লিঙ্ক করা জরুরি:
১) সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) জানিয়েছেন, কেউ যদি তার প্যানকে আধারের সাথে লিঙ্ক না করায় তবে তার প্যান কার্ডটি বন্ধ করে দেওয়া হবে। প্যান কার্ড বন্ধ বা নিষ্ক্রিয় করার অর্থ হল আপনি কোথাও আপনার প্যান কার্ড ব্যবহার করতে পারবেন না।
২) আধার-প্যান লিঙ্ক না থাকলে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। এটি করতে গেলে আপনাকে মহা সমস্যার মধ্যে পড়তে হবে।
৩) আধার প্যান লিঙ্ক না করলে আপনার প্যান কার্ড বাতিল। ফলে আপনার আয়কর রিটার্নের ক্ষেত্রে মুলতুবি প্রক্রিয়া সম্পন্ন হবে না।
৪) আধার প্যান লিঙ্ক না করলে ট্যাক্স বেশি কেটে নেওয়ার ঝুঁকির মধ্যে থাকবেন আপনি।
৫) আধার প্যান লিঙ্ক করালে সরকারের সবচেয়ে বড় ফায়দা হচ্ছে, এবার থেকে সরকার আপনার আর্থিক লেনদেনের উপরে আরো ভালোভাবে নজর রাখতে পারবে। এর ফলে কমে যাবে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবনতা। এমনটাই ভাবনা সরকারের।
সর্বশেষ, আপনি যদি এখন আপনার আধার-প্যান লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে করিয়ে নিন। এতে আপনার প্যান কার্ডটি বাতিল হওয়া থেকে বেঁচে যাবে।