Thursday, October 10, 2024

কেউ পড়েন কেউ পড়ান, কিন্তু জানেন কি College শব্দের বাংলা অর্থ কি? ১০০% লোকই জানেন না!

স্কুলের গন্ডি পাড় করার পর অধিকাংশ পড়ুয়াদেরই গন্তব্য হলো কলেজ (Collage)। আর কলেজ মানেই পড়াশুনোর নতুন ধাপ। স্কুলের মধ্যে এতোদিন যারা শিক্ষক-শিক্ষিকাদের শাসনের মধ্যে ছিল কলেজ হলো তার থেকে ভিন্ন, এখানে যে কোন পড়ুয়াই নিজের ইচ্ছে খুশি চলতে পারে। তাদের বারণ কিংবা ডাক দেবার মতো কেউই নেই। কিন্তু আপনি কি জানেন এই কলেজ যেটি একটি ইংরেজি শব্দ এর বাংলা অর্থ কি?

 

অনেক পড়ুয়া কিংবা যারা কলেজে পড়ান তাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না যে কলেজ শব্দের বাংলা অর্থ কি। কিংবা জানালেও সেই সংখ্যা খুবই কম। কারণ বর্তমানে আমরা সবাই ইংরেজি ভাষা ব্যবহার করতে বেশি ব্যাস্ত। যেমন পেয়ালাকে ‘কাপ’ আবার কেদারাকে ইংরেজিতে ‘চেয়ার’ বলি আমরা। তেমনি কলেজ শব্দের বাংলা অর্থও অনেকে জানেন না। তাই জেনে নিন কলেজ শব্দের বাংলা অর্থ।

College

কলেজ শব্দের বাংলা অর্থ হলো ‘মহাবিদ্যালয়’। এবার নিশ্চয়ই মনে পড়েছে অনেকের কলেজ শব্দের বাংলা অর্থ? মনে পড়বেই বা না কেন কারণ ‘মহাবিদ্যালয়’ এই কথাটি আমরা বহু জায়গায় বহু কলেজে লেখা দেখেছি যেমন, পানিহাটি মহাবিদ্যালয় (পানিহাটি কলেজ), দমদম রবীন্দ্র মহাবিদ্যালয় (দমদম মতিঝিল কমার্স) আরোও অনেক। কিন্তু কলেজ শব্দের বাংলা অর্থ যে ‘মহাবিদ্যালয়’ হতে পারে এটা হয়তো অনেকেই জানতে না কিংবা পেটে আসছিল মুখে আসছিল না এমন অবস্থার মতো। তাই এবার থেকে কেউ আপনাকে কলেজ শব্দের বাংলা অর্থ জিগ্গেস করলে তাকে বলে দেবেন ‘মহাবিদ্যালয়’।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo