আজও টাকা বিনিয়োগের সেরার সেরা মাধ্যম হলো পোষ্ট অফিস। কারণ এখানে টাকা রাখলে আক্ষরিক অর্থে ঝুঁকি কম, পাশাপাশি একটি নির্দিষ্ট পরিমাণে টাকা রাখলে সেই টাকার উপরে ভালো রিটার্ন পাওয়া যায়। আজ তেমনি একটি পোস্ট অফিসের স্কিমের ব্যাপারে জানাতে চলেছি আপনাদের, যেখানে আপনি কিছু টাকা রাখলেই প্রতিমাসে ঘরে বসে পাবেন ৯ হাজার টাকা। তাই জেনে নিন সেই স্কিমের ব্যাপারে।
পোষ্ট অফিসের এই স্কিমটির নাম হচ্ছে, Post Office Monthly Income Scheme। যেই স্কিমে আপনি টাকা রাখলে ব্যাংকের থেকেও ভালো সুদ পাবেন। এবং প্রতিমাসে সুদের উপরে আপনার মাসিক আয়ও হবে। এই স্কিমে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত নগদ বিনিয়োগ করতে পারবেন। এবং এই স্কিমে আপনাকে ৫ বছরের জন্য টাকা রাখতে হবে। এবং ৫ বছরের জন্য টাকা রাখলেই প্রতিমাসে ঘরে বসে আপনি পাবেন ৯ হাজার টাকা। তবে সেটা কেবল তাদের জন্য যারা এই স্কিমে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করবেন।
এই স্কিম আপনাকে দেবে ৬.৬ শতাংশ হারে সুদ। যেটা যে কোন ব্যাংকের চেয়ে ঢের ভালো। শুধু আপনাকে ৫ বছরের জন্য ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তবে আপনি যদি প্রতিমাসে ১০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি ৯ হাজার টাকার সুদ পাবেন না। তবে ৬.৬ শতাংশ হারে সুদ অবশ্যই পাবেন।