লোকো পাইলট হওয়ার ইচ্ছা অনেকের মধ্যেই থাকে। আস্ত একটি ট্রেন চালাতে কে না চায়। এবার আপনার সেই স্বপ্নই পূরণ হবে খুব তাড়াতাড়ি। আপনি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই লোকো পাইলটের চাকরি পেতে পারেন। জেনে নিন কিভাবে লোকো পাইলটের চাকরি পেতে পারবেন আপনি।
যিনি ট্রেন চালান তাকে লোকো পাইলট বলে। এই লোকো পাইলটের আবার বিভিন্ন ভাগ রয়েছে, যেমন কেউ মাল গাড়ি চালান আবার কেউ যাত্রীবাহী ট্রেন চালান। তবে লোকো পাইলটের চাকরিকে Group-B তে রাখা হয়। আপনি শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই এই লোকো পাইলটের চাকরি পেতে পারেন। তবে মাধ্যমিক পাশ হলেই হবেনা এর সাথে থাকা চাই অন্য একটি ডিগ্রীও।
লোকো পাইলটের চাকরি পেতে হলে মাধ্যমিক পাশের সাথে সাথে আপনার ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দ্বারা অনুমোদিত একটি প্রতিষ্ঠান থেকে আইটিআই ডিগ্রী থাকাতে হবে। এরপর লোকো পাইলটের চাকরির ভ্যাকেন্সি বের হলেই আপনি এর জন্য আবেদন করতে পারবেন। জানিয়ে দেই যে, ভারতীয় যে কোন নাগরিক ১৮ থেকে ৩০ বছর বয়সী হলেই এই পদের জন্য আবেদন করার যোগ্য।