Friday, February 7, 2025

PNB গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কাটা যাচ্ছে ১৭৭ টাকা, এই কাজটি না করলে আরো টাকা কাটবে

আপনার কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তথা PNB তে একাউন্ট রয়েছে? তাহলে হয়তো গতকাল রাতে ফোনে একটি মেসেজ দেখে আপনি হয়তো ঘাবড়ে গেছেন। যেই মেসেজে লেখা ছিল আপনার একাউন্ট থেকে ১৭৭ টাকা কেটে নেওয়া হয়েছে। অনেকের ক্ষেত্রে তো এই কেটে নেওয়া টাকার পরিমাণ আরো বেশি। কিন্তু কেন জানেন এই ১৭৭ টাকা হুট করে কেটে নেওয়া হয়েছে গ্রাহকদের থেকে? এবং এই টাকা যাতে ভবিষ্যতে আর কাঁটা না যায় তার জন্য কি করতে হবে আপনাকে? সম্পুর্ন জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

 

আসলে ১৭৭ টাকা গ্রাহকদের একাউন্ট থেকে কাঁটা হয়েছে ডেবিট কার্ডের চার্জ হিসাবে। বেসিক ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণের জন্য বার্ষিক চার্জ হিসাবে এই টাকা কাটা হয়েছে ব্যাংকের তরফ থেকে। শুধু PNB নয়, দেশের সমস্ত সরকারী এবং বেসরকারি ব্যাংক গুলো বার্ষিক ডেবিট কার্ড চার্জ এবং তা রক্ষণাবেক্ষণের জন্য এই টাকা কেটে থাকে। তবে বেসরকারি ব্যাংক গুলোর চার্জ এক্ষেত্রে একটু আলাদা হতে পারে। জানিয়ে দেই ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ চার্জ হচ্ছে ১৫০ টাকা। এবং তার সঙ্গে যুক্ত করা হয়েছে ১৮% GST, সব মিলিয়ে কাটা গেছে ১৭৭ টাকা। তবে আপনি চাইলে এই টাকা নাও কাটতে পারে আপনার একাউন্ট থেকে। এর জন্য কি করবেন জেনে নিন।

 

যা করবেন টাকা কাঁটা বন্ধ করতে: আপনি যদি চান বার্ষিক ডেবিট কার্ড রক্ষণাবেক্ষণের টাকা না দিতে তাহলে এই পরিষেবা বন্ধ করে দিতে হবে আপনাকে। এর জন্য আপনাকে নিজের ডেবিট কার্ড ব্যাংকে জমা দিয়ে পরিষেবা তুলে নিতে হবে। বা আপনি চাইলে গ্ৰাহক সেবা কেন্দ্রে ফোন করেও এই পরিষেবা তুলে নিতে পারেন। আর তা হলেই ১৭৭ টাকা বছর বছর কাটা যাবে না আপনার একাউন্ট থেকে। তবে বুদ্ধিমানের কাজ হবে এই ডেবিট কার্ড রক্ষণাবেক্ষণের পরিবেশন না তুললেই।

আপনার জন্য
WhatsApp Logo