Tuesday, December 3, 2024

বাইকের পিছনে কাউকে লিফট দেন? কাঁটা যাবে চালান! ট্রাফিক আইনের এই নিয়ম সম্পর্কে জানেন না অনেকেই

রাস্তাঘাটে বাইক কিংবা গাড়ি চালাতে হলে অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে চলতে হয়। আর তা না হলে চালান কাঁটা যায়। তবে আপনি কি জানেন এবার একটি সামান্য কাজের জন্যও আপনার চালান কাঁটা হতে পারে?, আমরা আপনাকে বলছি বাইকের কথা। অনেকেই আছেন যারা কিনা বাইকের পিছনে কাউকে লিফট দেন। আর এরজন্যও কিন্তু আপনার চালান কাঁটা হতে পারে। কিন্তু কেন জানেন? সেটাই আমরা এবার বলবো আপনাদেরকে।

 

ভারতীয় মোটর ভেইকেল এ্যাক্ট 66/192 অনুযায়ী আপনি বাইকের পিছনে কাউকে লিফট দিতে পারেন না। যদি না সে আপনার পরিচিত কেউ হন। যদি আপনি আপনার বাইকের পিছনে অপরিচিত কাউকে লিফট দেন আর সেটা যদি ট্রাফিক পুলিশের জিজ্ঞাসাবাদে ধরা পড়ে তাহলে চালান কাঁটা যাবে আপনার। কিন্তু কেন ট্রাফিক পুলিশ চালান কাটবে আপনার? কি বলছে মোটর ভেইকেল এ্যাক্ট 66/192?

Traffic police

মোটর ভেইকেল এ্যাক্টের অধিনে, অপরিচিত কাউকে লিফট দেওয়া বেআইনি। আপনার কাছে যদি বাণিজ্যিক লাইসেন্স না থাকে এমন পরিস্থিতিতে আপনার ২০০০ টাকা চালান কাঁটা যাবে। ব্যক্তিগত বাইক কিংবা গাড়িতে অপরিচিত কাউকে লিফট দেওয়া বেআইনি কারণ গাড়ি বা বাইক যদি এটি কেবলমাত্র আপনার ব্যক্তিগত হয় তাহলে, কমার্শিয়াল ব্যাবহারের জন্য যদি না হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo