মোবাইল রিচার্জ প্ল্যান গুলোর দাম দিনকে দিন বেড়েই চলছে। ফলে রিচার্জ করতে গিয়ে পকেটে টান পড়ছে অনেকের। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই একটি সস্তার প্ল্যান খুঁজে থাকেন, সেখানে পাওয়া যাবে আনলিমিটেড কলিং আনলিমিটেড ইন্টারনেট ও SMS-এর সুবিধা। তবে এমনই একটি সস্তার প্ল্যান রয়েছে Jio তে যেখানে আপনি এসবের সুবিধা পেয়ে যাবেন।
Jio-র ৭৫ এর রিচার্জ প্ল্যান: ‘হ্যা’ ঠিকই শুনেছেন। এবার আপনি Jio-র ৭৫ টাকার রিচার্জ প্ল্যানে পেয়ে যাবেন আনলিমিটেড কলিং, 2.5 জিবি ডেটা সহ SMS-এর সুবিধা। তবে সবথেকে মজার ব্যপার হচ্ছে jio-র এই রিচার্জ প্ল্যানের বিষয়ে জানেন মাত্র হাতেগোনা কয়েকজন। চলুন জেনে নিই এই রিচার্জ প্ল্যানের বিষয়ে বিস্তারিত।
এই রিচার্জ প্ল্যানে আপনি পাচ্ছেন আনলিমিটেড কলিং এবং মোট ২.৫ জিবি ডেটা ও মোট ৫০টি SMS- এর সুবিধা। Jio-র এই রিচার্জ প্ল্যানটি তাদের জন্য যাদের কাছে কিনা দুটি jio সিম রয়েছে। এবং সেই jio সিম দুটির মধ্যে একটি Jio সিম যারা কিনা বন্ধ করতে চান না। তাদেরই জন্য। তাই মাত্র ৭৫ টাকার এই রিচার্জ প্ল্যানটি শুধু কলিং এর জন্য বেস্ট। তাছাড়া এতে পাওয়া অল্প ডেটা দিয়ে আপনি অনলাইন, UPI লেনদেন সহ টুকটাক ব্রাউজিংয়ের জন্য কাজে লাগাতে পারেন।