Tuesday, October 15, 2024

জানেন কি মাত্র ১ কিলোমিটার রেল ট্রাক পাততে কতো টাকা খরচ হয় রেলের? টাকার অংশ শুনলে চমকে উঠবেন

ভারতে গণপরিবহনের মধ্যে সবচেয়ে সস্তা হলো রেল (Indian railway)। প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন রেলে (ট্রেনে) চড়ে। পাশাপাশি লাখ লাখ মানুষের কর্মজীবন জরিয়ে আছে এই রেলের সাথেই। অন্যদিকে আবার ভারতীয় রেল হচ্ছে পুরো বিশ্বের মধ্যে চতুর্থ সর্ববৃহৎ রেল নেটওয়ার্ক। আর এমনটি কেবলমাত্র সম্ভব হয়েছে ভারতীয় রেলের দীর্ঘতম রেল ট্রাকের কারণে।

 

কিন্তু আপনি কি জানেন ভারতীয় রেল যখন তার দীর্ঘতম রেল ট্রাকের কারণে পুরো বিশ্বের মধ্যে চতুর্থ সর্ববৃহৎ রেলওয়ের খেতাম অর্জন করেছে, ভারতে ১ কিলোমিটার রেল ট্রাক পাততে কতো টাকা খরচ হয় রেলের? কখনো কি ভেবে দেখেছেন? ট্রেনে চড়ে তো বিন্দাস বহু দূর পর্যন্ত যাতায়াত করি আমরা, কিন্তু কখনো এটা ভেবেই দেখেছি যে ১ কিলোমিটার রেললাইন পাততে কতো টাকা খরচ করতে হয় ভারতীয় রেলকে। চলুন তাহলে জেনে নিন এর উত্তর।

Train

রেলের ট্রাক গুলি সাধারণত তৈরি করা হয় স্টিল দিয়ে। তবে এই স্টিল কোন সাধারণ মানের স্টিল নয়। এগুলোতে ইস্পাত এবং স্টিল দুটোই ব্যবহার করা হয় এই রেল ট্রাক তৈরি করতে। তাই খোলা আকাশের নিচে থেকেও এই ট্রাক গুলিতে মরিচা পড়ে নষ্ট হয়ে যায় না। তাই এই রেল ট্রাক পাততে বেশ মোটা টাকা খরচ হয় রেলকে। ১ কিলোমিটার রেল ট্রাকের জন্য আনুমানিক ৪৫ কেজি স্টিল এবং তাতে ৩৫ কেজি ইস্পাত লাগে। আর এর মোট খরচ দাঁড়ায় ১০ থেকে ১২ কোটি টাকা। কিন্তু পাহাড়ি এলাকায় এর খরচ প্রচুর। সেখানে ১ কিলোমিটার রেল ট্রাক পাততে ভারতীয় রেলের খরচ হয় ১০০ থেকে ১৪০ কোটি টাকা। পাহাড়ি এলাকা দুর্গম বলে এতো খরচ হয় এখানে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo