আগে মানুষ কাঠের উনুনে রান্না করতো, আর এখন LPG গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রানা হচ্ছে প্রতিটা বাড়িতে বাড়িতে। যদিও গ্রামে গঞ্জে এখনও মানুষ কাঠের উনুনেই রান্না করেন। তবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে, আপনার বাড়িতেও নিশ্চয়ই গ্যাস সিলিন্ডার রয়েছে। এবং আপনি সেই সিলিন্ডার নিশ্চয়ই টাকা বিনিময়ে কিনেছেন সরকার কিংবা গ্যাস এজেন্সি গুলো থেকে। তবে আপনি কি জানেন মাঝে মধ্যেই ওজনে গ্যাস কম দেওয়া হচ্ছে আপনাকে? রান্নার গ্যাস সিলিন্ডার গুলো সাধারনত ১৫ কেজির হয়ে থাকে।
গ্যাস সিলিন্ডার গুলো সাধারনত বাড়িতে বাড়িতে ভেলিভারি দেওয়ার সময় তার সঠিক ওজন মেপে দেখার পদ্ধতি নেই অনেকের কাছে। ফলে পুরো টাকা দিয়েও কম গ্যাস কিনে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। তবে এবার আর আপনার সাথে কেউ প্রতারণা করতে পারবেন না। কারণ গ্যাস ভেলিভারি দেওয়ার সময় এক বিশেষ পদ্ধতি অবলম্বন করে আপনি দেখে নিতে পারবেন ওজনের ১৫ কেজির থেকে কম গ্যাস আছে কিনা।
এই পদ্ধতি অবলম্বন করুন:
গ্যাস ওজন কম আছে কিনা এটা বোঝার জন্য আপনাকে একটি ভেজা কাপড় নিতে হবে। এরপর ভেজা কাপড় দিয়ে সেই গ্যাস সিলিন্ডার কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। এরপর গ্যাস সিলিন্ডারের গাঁয়ে থেকে সেই ভেজা কাপড়টি সরিয়ে নিন, এবং গ্যাস সিলিন্ডারটি কিছুক্ষণের জন্য শুকানোর জন্য ছেড়ে দিন। দেখবেন গ্যাস সিলিন্ডারের যে পর্যন্ত গ্যাস থাকবে সেই পর্যন্ত জল সহজে শুকোবে না, বাকি জায়গায় জল দ্রুত শুকিয়ে যাবে। আর এভাবেই আপনি বুঝতে পারবেন আপনার সিলিন্ডারে প্রাপ্ত গ্যাস আছে কিনা না। ঠিক একই পদ্ধতি কাজে লাগিয়ে আপনি জানতে পাবেন আপনার সিলিন্ডারে কতোটুকু গ্যাস আর অবশিষ্ট রয়েছে।