ভারতীয় মোবাইল ইন্টারনেটে একটি যুগান্তকারী বিবর্তন এনে দিয়েছিল রিলায়েন্স জিও। সেখানে ১০১৬ সালের আগে মোবাইল ইন্টারনেট ব্যাবহার করা ছিল একপ্রকার এলাহি ব্যাপার। এরপর ১০১৬ সালে Unlimited Free Data and Unlimited calling- এর সুবিধা নিয়ে যাত্রা শুরু করে জিও। আর এরপর থেকে মূলত ভারতে অবিশ্বাস্য হারে বাড়তে থাকে মোবাইল ইন্টারনেটের ব্যবহারকারী। কিন্তু বছর যতো এগিয়ে যাচ্ছিল jio-র free internet আর free রইলো না। মূলত ধীরে ধীরে free রিচার্জ প্ল্যান গুলো paid হতে থাকে এবং দাম বাড়তে থাকে রিচার্জ প্ল্যানগুলোর, ঠিক একই পথে হাঁটতে থাকে বাকি টেলিকম কোম্পানি গুলোও।
এই মুহূর্তে ২০২৩ সালে দাঁড়িয়ে ভারতে মোবাইল ইন্টারনেটের খরচ সব কোম্পানি প্রায় সমান সমান বলেই চলে। এর মধ্যে আবার নিজেদের 5G সার্ভিস লঞ্চ করে Jio, তাই যাদের 5G ফোন রয়েছে তারা এই মুহূর্তে Jio-র 5G internet পরিষেবা এবং Free call উপভোগ করছেন। তবে শোনা যাচ্ছে এবারে যারা jio-র 4G ব্যবহারকারী রয়েছেন তাঁরাও এবার jio-র তরফ থেকে ২৩ দিনের জন্য সম্পুর্ন বিনামূল্যে নেট ও কলিং পেতে চলেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Jio-র জন্মদিন উপলক্ষে নাকি এই অফার সবাইকে দিচ্ছে Jio কম্পানি। তাই জেনে নিন এই অফারটি পেতে হলে আপনাকে কি করতে হবে।
Jio free internet and calling:
২৩ দিনের ফ্রি ইন্টারনেট এবং কলিং- এর এই অফারটি পেতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না। এর জন্য আপনাকে শুধুমাত্র jio-র ২,৯৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান নিতে হবে। যেটা কিনা ৩৬৫ দিনের জন্য বৈধতা। এতে আপনি পাবেন প্রতিদিন 2.5 GB করে Data এবং Unlimited Calling, প্রতিদিন ১০০ টি করে SMS, Jio Apps-এর jio free data Subscription সহ সমস্ত পরিষেবা। আর তাহলেই আপনি jio-র ২৩ দিনের একটি রিচার্জ প্লান সম্পুর্ন বিনামূল্যে পেয়ে যাবেন।