Saturday, July 27, 2024

আপনার নামে প্যান কার্ড ইস্যু করে ব্যাংক থেকে কেউ লোন নেয়নি তো? বিপদে পড়ার আগে দেখে নিন

প্যান কার্ড জালিয়াতি দেশে দিন দিন বাড়ছেই চলছে। অতীতে এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে প্রতারকরা অন্যদের প্যান কার্ড ব্যাবহার করে বিভিন্ন ব্যাংক কিংবা বিভিন্ন লোন দেওয়া কম্পানি গুলো থেকে বেশ মোটা টাকা ঋণ নিয়েছে। তাই মনে সবারই একটা ভয় কাজ করে। হয়তোবা আপনার প্যান কার্ড ব্যাবহার করেও আপনার নামে লোন নিয়েছে কেউ, আপনি সেটা জানতেও পারলেন না। তাই সময় থাকতে থাকতে এক্ষুনি সতর্ক হন। আর দেখে নিন আপনি এধরনের প্রতারণার শিকার হয়েছেন কিনা।

 

এভাবে প্যান কার্ড দিয়ে দেখি নিন আপনার নামে কেউ লোন নিয়েছে কিনা:

বহু লোন কোম্পানি রয়েছে যারা কিনা অনলাইনে লোন প্রদান করে থাকে গ্রাহকদের। এজন্য আপনাকে তাদের অফিস কিংবা ব্যাংকে যাওয়ার কোন প্রয়োজন পড়ে না। প্যান কার্ড ব্যবহার করেই লোন দিয়ে থাকেন তাঁরা। তাই আপনার নামেও লোন নেওয়া আছে কিনা তা জানতে হলে সর্বপ্রথম আপনাকে Cibil.com এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে CIBIL score অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার subscription প্ল্যানটি বেছে নিন।

 Pan card

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

[প্রতিদিন চায়ের টাকা জমালেই ১০ কোটি টাকা! হাওয়ায় কথা নয়, কৌশল জানলে চমকে উঠবেন]

এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। যেই পেজে আপনাদেরকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং অন্যান্য সব তথ্য দিয়ে ok/ Get OTP যেটাই থাকুন তাতে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোন নম্বরে একটি OTP আসবে। যেই OTP মাধ্যমে আপনি আপনার CIBIL score দেখতে পারবেন। যদি দেখেন আপনার CIBIL score বেশি দেখাচ্ছে তাহলে RBI এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে কিংবা হেল্পলাইন নম্বরে ফোন করে একটি প্রতারণার অভিযোগ করে দিন।।

আপনার জন্য
WhatsApp Logo