Tuesday, October 15, 2024

বিনামূল্যে রেশনের পাশাপাশি পাবেন এবার নগদ ১০০০ টাকা, সরকারের সিদ্ধান্তে খুশি আমজনতা

রেশন কার্ড (Ration card) হোল্ডারদের জন্য দারুন সুখবর, যেই খবর শুনে আপনি হয়তো নিজের কানকেও বিশ্বাস করতে পারবে না। আসলে এবার বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি রেশন কার্ড হোল্ডারদের হাতে দেয়া হবে নগদ ১০০০ টাকা, আর এই খবর সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়ার পরেই খুশিতে ভাসছে পুরো রাজ্যের মানুষ। আসলে হয়েছে টা কি? কেন সরকার রেশনের পাশাপাশি এবার নগদ ১০০০ টাকা করে দেবে? চলুন জেনে নেই।

 

আসলে এই খবরটি তামিলনাডু রাজ্যের। তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি এবার নগদ ১০০০ টাকা দেবে বলে জানিয়েছে। কারণ সামনেই সেই রাজ্যে ভোট, আর মহিলা ভোটারদের ভোট পেতেই এই ঘোষণা করেছেন তিনি। আমাদের রাজ্য যেমন ভোটের আগে লক্ষী ভান্ডার প্রকল্প চালু করেছিল সরকার তেমনি ভোটে জিতলে সেই রাজ্যও রেশনের পাশাপাশি ১০০০ টাকা করে দেবে বলে ঘোষণা করে তামিলনাডু রাজ্যের সরকার।

 

তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী করুণানিধির নারী দিবসে এই ঘোষণা করেছেন। যার অধীনে এবার থেকে রেশনে যারা ৩৫ কেজি চাল পান এবং যারা দারিদ্র্যসীমার নীচে আছেন তারা এই ১০০০ টাকা করে পাবেন। এছাড়া PHAAY কার্ডধারী মহিলারাও এই স্কিমের সুবিধা পাবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo