স্ত্রীর প্যান কার্ড থাকলেই স্বামী পাচ্ছেন ১০ হাজার টাকা! টাকা পেতে করতে হবে এই কাজটি

বর্তমানে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। এই প্যান কার্ড ছাড়া আপনি কোন প্রকার কোন অর্থ লেনদেন কিংবা কোথাও অর্থ বিনিয়োগ করতে পারবেন না। পাশপাশি আয়কর বিভাগের ITR দাখিল করতেও পারবেন না। আর এ কারণে সরকার আধার-প্যান লিঙ্ক করার জন্য এতো জোর দিচ্ছে সাধারণ মানুষদের। তবে ITR ফাইল করা হোক কিংবা আরো অন্যকিছু, আধার-প্যান লিঙ্ক করলে এতে সরকারের অবশ্যই কিছু সুবিধা আছে বটে।

 

অন্যদিকে যখন আধার প্যান লিঙ্ক করা নিয়ে চারিদিকে উত্তপ্ত পরিবেশ। এর মধ্যেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যম একটি খবর বেশ ভাইরাল হচ্ছে, যেখানে বলা হয়েছে আপনার স্ত্রীর যদি একটি প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনি পাবেন সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা। আর এই খবরটি ছড়িয়ে পড়া মাত্রই অনেকেই সেই ১০ হাজার পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছেন। যদিও সাধারণ মানুষের সতর্ক করে PIB একটি টুইট করছে টুইটারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

টুইটারে PIB জানিয়েছেন এই খবরটি সম্পুর্ন ভুয়ো। প্যান কার্ড থাকলে সরকার কোনো মতে কাউকে ১০ হাজার টাকা দিচ্ছে না। PIB জানিয়েছেন কেন্দ্র সরকার এই ধরনের কোন প্রকল্প চালু করেনি। তাই এই ধরনের ভাইরাল ভুয়ো খবর কারও সঙ্গে শেয়ার করতে বারণ করেছে PIB, এবং যে কোন প্রকল্প কিংবা নতুন কোন প্রকল্পের বিষয়ে জানার জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের ওপর আস্থা রাখতে সাধারণ মানুষদের বলেছে PIB.

 

যে কোন ভাইরাল খবরের সত্যতা যাচাই করুন এভাবে:

PIB জানিয়েছে, আপনি যদি এমন কোন ভাইরাল মেসেজ কিংবা ভিডিও পান তাহলে তার সত্যতা যাচাইয়ের জন্য https://factcheck.pib.gov.in/ এ ওয়েবসাইটে ক্লিক করতে হবে এবং ছবি বা ভিডিও পাঠিয়ে অভিযোগ করতে হবে +918799711259 এই WhatsApp নম্বরে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment