আধার কার্ডে (Addhar Card) কোন কিছুর আপডেট করার হলে আমাদের ছুটে যেতে হয় আধার সেন্টারে। আর সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় লম্বা লাইনে। কিন্তু এবার থেকে আর এই ঝামেলা পোহাতে হবে না আপনাকে। কারণ এবার থেকে আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের ছবি পাল্টানো থেকে শুরু করে যাবতীয় কাজ বাজ নিজেই করতে পারবেন। শুধু শিখে নিন এই পদ্ধতি।
এইভাবে আধার কার্ডে ছবি পাল্টানো থেকে শুরু করে যাবতীয় কাজ বাজ করুন:
এর জন্য সবার প্রথমে আপনাকে আঁধারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনি যদি আপনার আধার কার্ডের পুরনো ছবি পাল্টে বা পরিবর্তন করে নতুন ছবি লাগাতে চান তাহলে UIDAI এর পোটাল থেকে আপনাকে আঁধার ভেরিফিকেশন ফর্মটি ডাউনলোড (Download) করে বের করে নিতে হবে। এরপর এই ফর্মের যে টুকু শুধু আপনার দরকার শুধুমাত্র সেটুক ফিলাপ করে আপনাকে চলে যেতে হবে নিকটবর্তী আধার সেন্টারে।
আধার সেন্টারে গিয়ে সেখান ২৫ টাকা দিলেই তারা আপনার আধার কার্ডে নতুন ছবি লাগিয়ে দেবে। এবং আপনি যদি আপনার আধারে আরোও যাবতীয় কিছু পরিবর্তন কিংবা আপডেট করতে চান তাহলে সেটাও করতে পারবেন। এবং আধারের PVC কার্ডের জন্য আপনাকে তাদের ৫০ টাকা দিতে হবে। এই PVC আধার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পোঁছে যাবে। সাথে আপনি এখন আপনার aadhar card যেকোনো আঞ্চলিক ভাষাতেও রুপান্তরিত করতে পারেন। যেমন বাংলা, মারাঠি, গুজরাটি আরোও ইত্যাদি ভাষা। আর এটাও আধার আপডেটের মধ্যেই পড়ে।
জানিয়ে রাখি, ‘UIDAI’ ঘরে বসে আধার আপডেটের কোন সুবিধা দেয়নি। তবে আপনি যদি UIDAI এর ওয়েবসাইট থেকে আঁধার ভেরিফিকেশন ফর্মটি ডাউনলোড করে তা ফিলাপ করে আধার সেন্টারে চলে যান তাহলে আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না।