Saturday, July 27, 2024

১৩ তম কিস্তির টাকা আটকে যাওয়ার এই ৩ বড় কারণ! চটপট দেখে নিয়ে এই নম্বরে ফোন করুন

গত ২৭ ফেব্রুয়ারী ২০২৩ দেশের কোটি কোটি কৃষকদের ব্যাংক একাউন্টে ২ হাজার টাকা করে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর এই টাকা পাঠানো হয়েছে কৃষক সন্মান নিধি প্রকল্পের মাধ্যমে। কিন্তু এমন বহু কৃষক আছেন যারা কিনা এখনও কৃষক সন্মান নিধি প্রকল্পের ১৩ তম কিস্তির ২ হাজার টাকা পাননি। বলা হচ্ছে এই টাকা না পাওয়ার পিছনে রয়েছে ৩টি বড় কারণ। তাই আপনিও যদি এই কৃষক সন্মান নিধি প্রকল্পের ২ হাজার টাকা না পেয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

 

এই ৩ কারণে ১৩ তম কিস্তির ২ হাজার টাকা পাননি বহু কৃষক: 

১) e-kyc: আপনি কি pm Kisan যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে e-Kyc করিয়েছিলেন? যদি না করে থাকেন তাহলে ১৩ তম কিস্তির টাকা আটকে যেতে পারে আপনার।

২) ভুল একাউন্ট নম্বর: pm Kisan যোজনায় আপনার ব্যাংক একাউন্ট সঠিক আছে তো? আপনি যদি একটি ভুল ব্যাংক একাউন্ট সেখানে দিয়ে থাকেন তাহলে কিন্তু ২ হাজার টাকা আপনার একাউন্টে আসবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

৩) জমির সংক্রান্ত সঠিক তথ্য: জমি সংক্রান্ত সঠিক তথ্য আপনি কি pm Kisan যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড বা ভেরিফাই করেছিলেন? যদি না করিয়ে থাকেন তাহলে হয়তো ১৩ তম কিস্তির টাকা এই কারণে আপনার আটকে গেছে।

 

pm Kisan যোজনার যে কোন সমস্যার জন্য এই নম্বর গুলোতে যোগাযোগ করুন:

অফিসিয়াল email ID- pmkisan-ict@gov.in-এ। ফোন করুন 155261 ,1800115526, 011-23381092 এই টোল ফ্রি নম্বর গুলিতে।

আপনার জন্য
WhatsApp Logo