মারাত্মক ব্যবসার আইডিয়া, রাতারাতি বড় লোক নয় তবে এই ব্যবসা করলে দিন কেটে যাবে হেসে খেলে

ভাবুন, শীতের রাতে আপনি কোনো একটা জায়গা থেকে আসছেন। হাত-পা কাঁপছে ঠান্ডায়। এমন সময় আপনার নজরে একটা দোকান পড়লো, সেখানে বিভিন্ন ধরনের স্যুপ পাওয়া যায়। আমি জানি, সেই সময় স্যুপ খাওয়ার জন্য আপনি সেই দোকানে যাবেন-ই। এরপর সেখানে যেকোনো স্যুপের দাম সামান্য বেশি হলেও,যেকোনো একটা স্যুপ আপনি অবশ্যই টেস্ট করবেন।। এখন আপনি হয়তো ভাবছেন যে আমি এসব কেন বলছি। বলছি কারণ এর মধ্যেই তো লুকিয়ে আছে একটা মারাত্মক ব্যবসার আইডিয়া। যেখানে না আছে বেশি খাটনি, আর না আছে বেশি পুজিঁর চিন্তা। তো কী সেই ব্যবসার আইডিয়া? জানতে হলে সম্পূর্ণ পড়ে দেখুন।।

 

আসলে প্রতিটা জিনিসের একটা নিশ থাকে। ব্যবসার ক্ষেত্রেও তাই। কিছু খাবারের দোকান এমন হয় যেখানে সব ধরনের খাবার পাওয়া যায়। এই ধরনের ব্যবসায় ঝামেলা রয়েছে অনেক। তাই যারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাদের সবসময়ই নতুন ধরনের ছোটো ব্যবসা দিয়েই শুরু করা উচিৎ। এখন আপনি হয়তো খেয়াল করবেন, অল্প বয়সী ছেলে মেয়েরা খাবারের দোকানের চেয়ে কফি বা চায়ের দোকানে যেতেই বেশি পছন্দ করে।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Soup-making-business-idea-2023

তাই বাজারে অনেক- কফি বা চায়ের দোকান পেয়ে যাবেন। কিন্তু এই ধরনের ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন একটা ধারা যোগ করতে পারেন। বতর্মানে চা, কফি ছাড়াও, যেসব দোকানে শুধুমাত্র বিভিন্ন ধরনের স্যুপ পাওয়া যায়, সেইসব দোকানেও যথেষ্ট ভিড় দেখা যায়। কারণ স্যুপ হচ্ছে এমন একটা জিনিস, যেটা আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি। তাই আপনার এলাকায় যদি আপনি একটা ছোট্ট দোকান নিয়েও স্যুপের ব্যবসা শুরু করেন, তাহলেও আপনি সেই দোকান থেকে প্রচুর টাকা রোজগার করতে পারবেন।।

 

স্যুপের ব্যবসা থেকে কেমন লাভ হয়?

স্যুপের ব্যবসা থেকে কেমন লাভ হয় এই প্রশ্নের সহজ উওর দেওয়া কঠিন। কারণ এখানে লাভের % টা কখনো নির্দিষ্ট নয়। তবে সহজ হিসাবে বলা যায়, এক কাপ স্যুপ 20 টাকায় সেল করলে সেখানে মিনিমাম 5 টাকার মতো লাভ থাকে।। আপনি যত রকমের স্যুপ রাখতে পারবেন, আপনার সেল ততোই বেশি হবে। তাই তখন আপনার লাভটাও অনেক বেশি ই হবে।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment