Wednesday, October 9, 2024

ট্রেন টিকিটের এই নিয়ম সম্পর্কে জানেন? একটি টিকেটের সর্বোচ্চ মেয়াদ কতো জানলে অবাক হবেন

আমাদের দেশে রেলওয়েকে সবচেয়ে সস্তা এবং সবচেয়ে নিরাপদ যাতায়াত পরিবহন মাধ্যম হিসেবে ধরা হয়। আর এজন্য যে কোন ব্যক্তিই কম টাকায় ট্রেনের টিকিট কেটে অনেক দূর পর্যন্ত যাতায়াত করতে পারেন। কিন্তু আপনি কি জানেন ট্রেনের এই টিকিট সমন্ধে ভারতীয় রেলের (Indian railway) একটি নিয়ম রয়েছে? যেই নিয়ম সম্পর্কে অবশ্যই আপনার জানা উচিত। আর তা না হলে বিপদে পড়বেন আপনি।

 

আর সেই নিয়মটি হচ্ছে একটি ট্রেন টিকিটের সর্বোচ্চ মেয়াদ কতো? সোজা ভাষায় বলতে গেলে আপনি হয়তো কখনো না কখনো ট্রেনে চড়েছেন, এবং টেনের চড়ার জন্য ট্রেনের টিকিটও কেটেছেন। কিন্তু কখনো কোন কারণ বশত যদি আপনি টিকিট কাটার পরে সেই ট্রেনে উঠতে না পারেন তাহলে আপনার সেই কাটা টিকিটের কি হবে? আপনি হয়তো ভাবছেন পরের ট্রেনে উঠে পড়বেন। কিন্তু না, পরের ট্রেনে বললেই আপনি উঠতে পারবে না। কারণ আপনি যে ট্রেনের টিকিট কেটেছেন সেই টিকিটের একটি মেয়াদ বা সময় (Time) রয়েছে, আপনি সেই মেয়াদ বা সময় পর্যন্তই সেই ট্রেনের টিকিটটি ব্যবহার করতে পারবেন।

Railway new guideline

জেনে নিন একটি ট্রেনের টিকিটের মেয়াদ কতো: রেলওয়ের নিয়ম অনুযায়ী সাধারণ টিকিটের সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ট্রেনের দূরত্ব নির্ধারণের জন্য। আপনি যদি ট্রেনের এক টিকিটে ১৯৯ কিলোমিটার পর্যন্ত যেতে চান তাহলে আপনার কাটা টিকিটের ১৮০ মিনিটের মধ্যে আপনাকে ট্রেনে উঠতে হবে। অপরদিকে আপনি যদি ট্রেনে করে ২০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করতে চান, এই ক্ষেত্রে আপনাকে অন্তত ৩দিন আগে টিকিট কেটে রাখতে হবে। যদি কোন ব্যক্তি টিকিট কাটার ৩ ঘন্টা পরে ট্রেনে উঠেন তাহলে তাকে বিনা টিকিটের যাত্রী হিসেবে ধরা হবে। আর এমনই নিয়ম রয়েছে ভারতীয় রেলের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo