Friday, December 13, 2024

TRAI-এর নির্দেশে 30 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে 10 সংখ্যার এই মোবাইল নম্বর গুলো! আপনারও নম্বর আছে কিনা মিলিয়ে নিন

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI-এর নির্দেশে আগামি ৩০ দিনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে ১০ সংখ্যার কিছু মোবাইল নম্বর। আর এই খবর প্রকাশিত হবার পর চিন্তার ভাঁজ পড়েছে মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে। কিন্তু কেন বন্ধ হচ্ছে ১০ সংখ্যার কিছু মোবাইল নম্বর? কি অপরাধ করেছে তাঁরা? তালিকায় কি আপনারও ফোন নম্বর রয়েছে? জানুন বিস্তারিত এই প্রতিবেদনে।

 

আসলে দিন দিন যতো টেকনোলজির উন্নতি ঘটছে চারিদিকে বাড়ছে প্রতারণা। প্রতারণার ফাঁদে পড়ে ব্যাংক একাউন্টের তথ্য দিয়ে অনেকে ফাঁকা করে ফেলছেন নিজেদের একাউন্ট। আর এই সমস্ত কিছু করছে কিছু অসৎ লোকজন বা কিছু অসৎ সংস্থা। যারা কিনা পাবলিক ফোন নম্বর দিয়ে কল কিংবা SMS করছে সাধারণ মানুষদের। আর সাধারণ মানুষ তাদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। আর এই নম্বর গুলো অনেক সময়ই টেলিমার্কেটিং কোম্পানির নম্বর বলে শনাক্ত করা যায় যাচ্ছে না। তাই TRAI সিদ্ধান্ত নিয়েছে এসব নম্বর গুলো ৩০ দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার জন্য।

 

আপনারও নম্বর বন্ধ হতে পারে: ‘হ্যা’ ঠিকই শুনেছেন। আপনিও যদি আপনার ১০ সংখ্যার মোবাইল নম্বর দিয়ে কাউকে প্রতারণামূলক কল বা Spam মেসেজ করেন তাহলে টেলিমার্কেটিং কোম্পানি গুলোর ফোন নম্বর গুলোর মতো আপনারও মোবাইল নম্বর ১ মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। তাই অবিলম্বে এসব কাজ ছেড়ে দিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo