Saturday, July 27, 2024

এ স্কিমে কোন গ্যারান্টি ছাড়াই মোটা টাকার লোন দিচ্ছে সরকার, এবার ব্যবসা করার স্বপ্ন পুরণ হবে গরিবদেরও

আপনি কি ব্যবসা করতে চাইছেন? অথচ আপনি গরিব? তাহলে আর কোন চিন্তা নেই আপনার। কারণ আপনার এই ব্যবসা করার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে কেন্দ্র সরকারের এক প্রকল্পের মাধ্যমে। যেই প্রকল্পের আওতায় সারা দেশে গরিব-দুঃখী মানুষদের স্বাবলম্বী করার জন্য বিজনেস লোন (business loan) দিচ্ছে সরকার। তবে সবথেকে খুশীর ব্যপার হলো এই বিজনেস লোন কোন প্রকার কোন গ্যারান্টি ছাড়াই আপনাকে দেওয়া হবে সরকারের তরফ থেকে। তাই জেনে নিন এই বিজনেস লোনের বিষয়ে।

 

এই প্রকল্প বা স্কিমটির নাম হলো প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা (PM Svanidhi Yojana)। যেই প্রকল্পের আওতায় ব্যবসা করার জন্য সরকার আপনাকে ৫০ হাজার ঋণ দেবে। এবং এ ঋণ হবে কোন গ্যারান্টি ছাড়াই। তবে এই প্রকল্পের সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে আপনার যদি ব্যবসা করার জন্য ৫০ হাজার প্রয়োজন না হয় তাহলে আপনি ১০ হাজার টাকারও ঋণ নিতে পারবেন। এবং কেউ যদি এই ১০ হাজার টাকা ঋণ নেওয়ার পরে যদি তার আরও টাকার প্রয়োজন পড়ে তাহলে এক্ষেত্রে আগের ঋণ পরিশোধ করে তিনি আবার ২০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। এবং এই ঋণের টাকা ৩টি স্তরে আপনার ব্যাংক একাউন্টে (Bank account) স্থানান্তর করা হবে।

Poor people

এভাবে পাবেন ৫০ হাজার টাকা– ধরুন আপনি রাস্তার পাশে একটি সবজির দোকান খুলতে চান এবং তার জন্য যদি ১০ হাজার টাকার লোন নেন আপনি এরপর যদি সময় মতো আপনি সেই ১০ হাজার টাকার লোন পরিশোধ করেন তাহলে আপনি প্রধানমন্ত্রী স্বানিধি যোজনার মাধ্যমে ২০ হাজার টাকা পাবেন। এবং একই ভাবে তৃতীয়বার তিনি ৫০ হাজার টাকা ঋণ পাওয়ার যোগ্য হবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

জানা গেছে, কোভিড মহামারী চলাকালীন রাস্তার ধারের ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হয়েছে। আর এই ক্ষতির মুখ থেকে তাদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী স্বানিধি যোজনার মাধ্যমে সরকার এধরনের ব্যবসায়ীদের ৫০ হাজার টাকার লোন দিচ্ছে বিনা গ্যারান্টিতে। তাই এ লোন যদি আপনি নিতে চান তাহলে যে কোন সরকারি ব্যাংক অথবা স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক গুলোতে যোগাযোগ করতে হবে আপনাকে। তবে জানিয়ে রাখি, এই লোন নেওয়ার জন্য অবশ্যই আপনার আধার কার্ড (Addhar Card) থাকা চাই।

আপনার জন্য
WhatsApp Logo