রেলওয়েকে ভারতের লাইফ লাইন (Life line) বলা হয়। আর তার কারণ হলো ভারতের অর্ধেক অর্থনীতি নির্ভর করে আছে এই রেল ব্যবস্থার উপরে। যদি এই রেল ব্যবস্থা ভারতে না থাকতো তাহলে অর্থনীতির চাকাও নিঃসন্দেহে থেমে যেত ভারতের। তবে যাই হোক, আপনি নিশ্চয়ই একদিন না একদিন ট্রেনে সফর করেছেন। হয়তোবা প্রতিদিনই ট্রেনে সফর করেন আপনি। তাই হয়তো আপনি জানেন যে ট্রেনে চড়তে গেলে টিকিট কাটতে হয় প্রত্যেক যাত্রীকে।
কিন্তু কি হবে যদি এই টিকিট হারিয়ে যায় আপনার থেকে? ধরুন ট্রেন থেকে নামার পর অথবা ট্রেনে উঠার পর TTE আপনার টিকিট চেক করতে চাইলো, যদি তখন আপনি TTE কে ট্রেনের টিকিট না দেখাতে পারেন তখন TTE ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী টিকিট না কেটে টেনে সফর করার জন্য জরিমানা করতে পারে আপনাকে। তখন আপনি টিকিট কেটেও টিকিট না দেখাতে পারার জন্য আপনাকে বাধ্য হয়ে জরিমানা বা ফাইন দিতে হবে TTE কে।
তবে এবারে আর চিন্তা নেই, কারণ টেনের টিকিট হারিয়ে গেলেও TTE-কে এক টাকাও ফাইন দিতে হবে না আপনাকে। এর জন্য আপনাকে একটি বিশেষ কৌশলটি অবলম্বন করতে হবে। জেনে নিন সেই কৌশল।
এই কৌশলটি অবলম্বন করুন– বানিয়ে নিন ডুবলিকেট টিকিট (duplicate ticket)। ‘হ্যা’ ঠিকই শুনেছেন আপনি হয়তো জানেন না যে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী কোন যাত্রীর ট্রেন টিকিট হারিয়ে গেলেও তৎক্ষণাৎ তিনি একটি ডুবলিকেট টিকিট বানিয়ে নিতে পারেন। আর এই টিকিট আপনি বানাতে পারবেন ট্রেনে উঠা TTE’র কাছ থেকে। কিংবা প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারে গিয়ে অনাহাসেই একটি ডুবলিকেট টিকিট বানিয়ে নিতে পারবেন। তবে মনে রাখবেন এই ডুবলিকেট টিকিট তৈরি করার জন্য রেলওয়ে আপনার থেকে কিছু চার্জ নেবে। এবং ডুবলিকেট টিকিট কেবল সেই টিকিটের জন্যই প্রযোজ্য হবে যেই টিকিট রেলের টিকিট কাউন্টার থেকে কেটেছেন আপনি। এক্ষেত্রে স্লিপার ক্লাসের টিকিটের জন্য ৫০ টাকা চার্জ এবং এসি কোচের টিকিটের জন্য ১০০ টাকা চার্জ দিতে হবে আপনাকে।