Wednesday, September 18, 2024

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে LIC’র এই স্কিমে ১৫০ টাকা করে বিনিয়োগ করুন, ফেরত পাবেন ৮ লাখের উপরে

আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার হিসেবে দিতে চান? তাহলে আজই জেনে নিন LIC’র একটি দূরদূরান্ত স্কিম সম্বন্ধে, যেই স্কিমে আপনি যদি প্রতিদিন মাত্র ১৫০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে একটা সময় পরে আপনি ফেরত পাবেন ৮ লাখ টাকাও উপরে। জানা যাচ্ছে যারা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে টাকা বিনিয়োগ করতে চান তাদের জন্য সবচেয়ে ভালো একটা স্কিম হচ্ছে LIC’র এই স্কিমটি।

 

LIC’র এই স্কিমটি নাম হচ্ছে, জীবন তরুন পলিসি স্কিম (LIC Jeevan Tarun Policy scheme) যেই স্কিমের মাধ্যমে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন। তবে এই পলিসিতে অংশ নেওয়ার জন্য আপনার সন্তানের বয়স হতে হবে কমপক্ষে ১২ বছরের নিচে। তবে ১২ বছর হলেও কোন অসুবিধা নেই। LIC’র এই জীবন তরুন পলিসি স্কিম শুরু হচ্ছে সর্বনিম্ন ৯০ দিন বয়সী বাচ্চাদের থেকে সর্বোচ্চ ১২ বছর অবদি বাচ্চাদের জন্যই এই জীবন তরুন পলিসি স্কিমে আপনি টাকা বিনিয়োগ করতে পারবেন।

LIC zone

LIC’র এই স্কিমে প্রতিদিন আপনাকে ১৫০ টাকা করে বিনিয়োগ করতে হবে আপনার সন্তানের নামে। এবং সন্তানের বয়স যখন ২০ হবে তখনই এই স্কিমের মেয়াদ শেষ হবে। এবং মেয়াদ শেষে আপনি পাবেন ৮ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা। তবে LIC’র এই জীবন তরুন পলিসি স্কিমে আপনাকে বার্ষিক প্রিমিয়াম দিতে হবে ৫৪,০০০ টাকা। এইভাবে ৮ বছরে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে ৪,৩২,০০ টাকা। এরপর আপনি বিনিয়োগের পরিমাণের উপর ২,৪৭,০০ টাকা বোনাস পাবেন। এছাড়াও পলিসির বিমাতার পরিমাণ হবে ৫ লাখ টাকা। জানা গেছে, আপনি চাইলে বার্ষিক, অর্ধ-বার্ষিক, কিংবা অর্ধ মাসিক ভিত্তিতেও আপনার প্রিমিয়াম ভরতে পারেন। এতে কোন প্রকার কোন সমস্যা নেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo