Jio-র এক রিচার্জে চলবে বাড়ির ৪ সদস্যের ফোন! Jio-র নতুন রিচার্জ প্ল্যান! শুরু মাত্র ৫৯৯ টাকা থেকে

Jio লঞ্চ করেছে ৩ টি নতুন রিচার্জ প্ল্যান। যেই রিচার্জ প্ল্যান অনুযায়ী আপনার বাড়িতে যদি ৪ সদস্য থাকে তাহলে এবার থেকে তাদের জন্য আর আপনাকে আলাদা আলাদা রিচার্জ করতে হবে না। কারণ jio-র এই নতুন রিচার্জ প্ল্যান অনুযায়ী এবার এক রিচার্জেই বাড়ির ৪ জন সদস্যের ফোন চলে যাবে সারা মাস। আর jio-র নতুন এই রিচার্জ প্ল্যানটি শুরু হচ্ছে কেবল মাত্র ৫৯৯ টাকা থেকে। জেনে নিন এই রিচার্জ প্ল্যান সমন্ধে বিস্তারিত।

 

Jio-র এই নতুন এই রিচার্জ প্ল্যানটির নাম দেওয়া হয়েছে ফ্যামিলি পোস্টপেইড রিচার্জ প্ল্যান (Family postpaid Recharge Plan)। আর এতে রয়েছে ৩টি রিচার্জ প্ল্যান। ৫৯৯, ৭৯৯ এবং ৯৯৯ টাকা। চলুন জেনে নিই এই ফ্যামিলি পোস্টপেইড রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান:

বৈধতা– ৩০ দিন।

মোট ডেটা– ২০০ জিবি। ভয়েজ কল ফ্রি।

মোট ব্যবহারকারী– ২ জন (প্রধান সিম সহ ১টি সেকেন্ডারি সিম)

এসএমএস– দৈনিক ১০০ টাকা।

অন্যান– Netflix এবং Amazon prime সাবস্ক্রিপশন ১ বছরের জন্য ফ্রি।

 

৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান: 

বৈধতা– ৩০ দিন।

মোট ডেটা– ১৫০ জিবি। ভয়েজ কল ফ্রি।

মোট ব্যবহারকারী– ৩ জন ( প্রধান সিম সহ ২টি সেকেন্ডারি সিম)।

এসএমএস– দৈনিক ১০০ টা।

অন্যান্য– জিও টিভি, জিও সিকিউরিটি, জিও ক্লাউড, নেটফ্লিক্স মোবাইল এবং অ্যামাজন প্রাইম অ্যাপের ফ্রি ১ বছরের জন্য।

 

৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান:

বৈধতা– ৩০ দিনের।

মোট ডেটা- ২০০ জিবি। ভয়েজ কল ফ্রি।

মোট ব্যবহারকারী– ৪ জন (প্রধান সিম সহ ৩টি সেকেন্ডারি সিম)।

এসএমএস– দৈনিক ১০০ টা‌।

অন্যান্য– জিও টিভি, জিও সিকিউরিটি, জিও ক্লাউডের,নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন ১ বছরের জন্য ফ্রি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment