ব্যাবসা বড় করা হোক কিংবা নতুন বাড়ি তৈরি, সব কিছুর জন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন অনেকে। আর এই লোন পরবর্তিতে আপনাকে পরিশোধ করতে হয় সুদের মাধ্যমে। তবে শুধু ব্যাংক নয় ব্যাংক ছাড়াও কেউ কেউ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান গুলোর থেকেও উচ্চ হারে লোন নিয়ে থাকেন। ফলে অনেকেই সেই লোন পরবর্তীতে শোধ করতে গিয়ে হিমসিম খান..
তাই এমন পরিস্থিতির মধ্যে আপনাকেও যেন পড়তে না হয় তার জন্য লোন নেওয়ার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ৫টি বিষয়। কারণ এই ৫টি নিয়ম মেনে যদি আপনি কোথাও থেকে লোন নেন তাহলে সেই লোন পরবর্তীতে শোধ গিয়ে আপনাকে সর্বশান্ত হয়ে যেতে হবে না। তবে সবথেকে থেকে বড় ব্যাপার হলো, ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI এই ৫ নিয়ম অনুসরণ করতে বলেন কাউকে লোন নেওয়ার সময়। জেনে নিন বিস্তারিত।
লোন নেওয়ার সময় এই ৫ নিয়ম মাথায় করুন:
১) লোন নেওয়ার আগে আপনার একটি ভালো ক্রেডিট স্কোর (credit score) দরকার। বিশেষ ভাবে ব্যক্তিগত লোন নেওয়ার সময় এই ক্রেডিট স্কোর অনেক বেশি ভূমিকা রাখে।
২) দীর্ঘ সময়ের জন্য কখনো লোন নেয়া উচিত নয়। RBI বলে দীর্ঘ সময়ের জন্য লোন নিলে উল্লেখযোগ্য ভাবে সুদের হার বৃদ্ধি পায়।
৩) আপনি যদি কখনো ব্যক্তিগত লোন নেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করে থাকেন তাহলে তার আগে আপনাকে বিভিন্ন ব্যাংকের পার্সোনাল লোন দেওয়ার সুদের হার তুলনা করে নেয়া উচিত। এতে আপনি বুঝতে পারবেন কোন ব্যাংকের সুদের হার কতো।
৪) নিজের সামর্থ্য অনুযায়ী লোন নেবেন। কখনো এমন বড় অংকের লোন নেবেন না যেটা আপনি পরে পরিশোধ করতে গিয়ে হিমশিম খান। বদলে এমন লোন নিন আপনি যার জন্য নিজেকে যোগ্য বলে মনে করেন।
৫) লোন নেওয়ার পর তার সময় মতো কিস্তি পরিশোধ করতে হবে। নইলে আপনার CIBIL স্কোর ক্ষতিগ্রস্ত হবে।