Tuesday, October 15, 2024

সর্বনাশ! আগেই Addhar-PAN লিঙ্ক করিয়েছিলেন? আদৌও তা হয়েছে তো? এইভাবে চেক করুন

৩১ মার্চ ২০২৩ এর আগে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড (Addhar Card PAN card link) লিঙ্ক করা বাধ্যতামূলক। নয়তো অবিলম্বে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ডটি। আর এই প্যান কার্ড যদি বাতিল হয়ে যায় তাহলে আপনাকে কি সমস্যার মধ্যে পড়তে হতে পারে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আর এই ভয়ে অনেকেই আগের বছর অর্থাৎ আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের শেষ ডেড লাইন জারি হবার আগেই আধার ও প্যান কার্ড লিঙ্ক করিয়ে ফেলেছিলেন।

 

কিন্তু সাবধান! আপনি যেই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করিয়েছিলেন সেটা আদৌতে হয়েছে তো? যদি আপনার মনে এই নিয়ে কোন সন্দেহ তৈরি হয় তাহলে আজই ঘরে বসে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের স্থিতি চেক করে নিন। অনুসরণ করুন সহজ কিছু পদ্ধতি।

 

এইভাবে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের স্থিতি চেক করুন:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in যেতে হবে। এরপর Aadhaar Services এ অপশনে ক্লিক করতে হবে। তারপর Aadhaar Linking Status’ অপশনটি বেছে নিন।

২) এরপর আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি বসান এবং Get status এ ক্লিক করুন। এরপর তাঁরা আপনার PAN card নম্বরটি দিতে বলবে, আপনি সেটাও বসিয়ে দিন। এবং একটি ক্যাপচার কোড আসবে সেটা ফিলাপ করুন।

Addhar Card

৩) এবার আধার-প্যান লিঙ্কিংয়ের status জানতে ক্লিক করুন ‘Get Linking Status’ অপশনে। এরপর আপনি দেখতে পারবেন আদৌও আপনার আঁধারের সঙ্গে আপনার প্যান কার্ডটি লিঙ্ক হয়েছে কিনা।

 

জানিয়ে দেই, বিজ্ঞপ্তি অনুসারে আপনি যদি ৩১ মার্চ ২০২৩ এর আগে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করান তাহলে আপনাকে ১,০০০ টাকা জরিমানা হবে।

আপনার জন্য
WhatsApp Logo