Saturday, July 27, 2024

আরে ব্যাস! মাস গেলে আয় হবে ৫০২৫ টাকা! পোষ্ট অফিসের এই স্কিম সমন্ধে জানেন মাত্র হাতে গোনা কয়েকজন

বর্তমানে আমরা সবাই এমন একটি ঝুঁকিহীন জায়গা খুঁজতে থাকি যেখানে আমরা টাকা বিনিয়োগ করে সেই বিনিয়োগ করা টাকা থেকে প্রচুর পরিমাণে রিটার্ন পাবো। ভারতে টাকা বিনিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ ঝুঁকিহীন জায়গাগুলির মধ্যে পোস্ট অফিস একটি। পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করার জন্য বিভিন্ন প্ল্যান বা স্কিম রয়েছে। পোস্ট অফিসের সেই সমস্ত প্ল্যানের মধ্যে একটি হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme)

 

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম এমন একটি স্কিম যেখানে আপনি এককালীন কিছু টাকা বিনিয়োগ করলে সেই টাকা থেকে আপনি যে পরিমাণ সুদ পাবেন, তা আপনার মাসিক রোজকার হিসেবে আপনাকে দেওয়া হবে। অর্থাৎ এই বিনিয়োগে আপনি প্রতি মাসে এখান থেকে কিছু টাকা পাবেন। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে আপনি আপনার বিনিয়োগ করা টাকার উপর ৬.৬% হারে সুদ পাবেন। ১৮ বছরের উর্ধ্বে যে-কোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন। যদি আপনি চান তাহলে আপনি এখানে জয়েন্ট একাউন্টও খুলতে পারেন।।

 

কিভাবে প্রতিমাসে ৫০২৫ টাকা রোজগার হবে? 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Office Monthly Income Scheme

যদি আপনি এখানে একটি সিঙ্গেল অ্যাকাউন্টে এককালীন ৪ লক্ষ ৫০ হাজার টাকা জমা করেন, তাহলে পাঁচ বছরে আপনার টাকার উপর আপনি ৬.৭% সুদ পাবেন। এই সুদ বৃদ্ধি পাওয়ার ফলে আপনার খাতায় যে টাকা জমা হবে,সেই টাকা আপনাকে বার্ষিক ৩০১৫৬ টাকা বা প্রতি মাসে ২৫১৩ টাকা হিসেবে দেওয়া হবে। আর যদি আপনি জয়েন্ট একাউন্টে এককালীন নয় লক্ষ টাকা জমা করেন, তাহলে একইভাবে আপনি আপনার বিনিয়োগ করার টাকার উপর ৬.৭% হারে সুদ পাবেন।এর ফলে সুদ বৃদ্ধি পাওয়ার ফলে আপনার খাতায় যে পরিমাণ টাকা জমা হবে,সেই টাকা আপনাকে বার্ষিক ৬০ হাজার ৩০০ টাকা হিসেবে বা মাসিক ৫০২৫ টাকা হিসেবে আপনাকে দেওয়া হবে।

আপনার জন্য
WhatsApp Logo