Tuesday, December 10, 2024

আপনার রেশন ডিলারও কি কম রেশন দিচ্ছে? খালি শুধু এই কাজটি করুন! দুই দিনে সোজা হয়ে যাবে

খাদ্য দফতরের নিয়ম অনুযায়ী দেশের প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের তাদের প্রাপ্ত রেশন পাওয়া উচিত। কিন্তু অনেক অসাধু রেশন ডিলার (Ration dealer) আছেন যারা কিনা রেশন কার্ড হোল্ডারদের তাদের যোগ্য ও প্রাপ্ত রেশন সামগ্রী টুকু দেন না। রেশন কম এসছে কিংবা ওজনে রেশন সামগ্রী কম দিয়ে গ্রাহকদের ঠকান তাঁরা। যদি এমনটি আপনার রেশন ডিলারও করে থাকেন তাহলে আজই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিন। এর জন্য অবশ্য আপনাকে করতে হবে একটি বিশেষ কাজ। যেই কাজটি করলে তিনি আর ভবিষ্যতে কখনো রেশন কম দেওয়ার সাহস পাবেন না রেশন কার্ড হোল্ডারদের।

 

জানিয়ে দেই যে, করোনা অতিমারির পর দেশ ও রাজ্যের সমস্ত মানুষদের বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র ও রাজ্য সরকার। ফলে এ বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে গরীব-দুঃখী মানুষ যাদের কিনা রেশন কার্ড রয়েছে তাদের আর খালি পেটে ঘুমোতে হয় না। আর এই বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালু থাকবে ১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। তবে দুঃখের ব্যাপার হলো যে, যারা পেটের জ্বালায় রেশন তুলতে যাচ্ছেন তাদের আবার রেশন কম দিয়ে ঠকাচ্ছেন রেশন ডিলাররা। কারণ তাদের এটা একধরনের বিজনেসে পরিনত হয়েছে। তাই এধরনের রেশন ডিলারদের বিরুদ্ধে আপনার উপযুক্ত ব্যবস্থা নেয়া উচিত।

New update regarding Ration Card

অসাধু রেশন ডিলারদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করুন:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানিয়ে রাখি, রেশন নিতে গিয়ে রেশন কার্ড হোল্ডারদের যাতে কোন প্রকার কোন সমস্যার মধ্যে পড়তে না হয় এজন্য রাজ্য ও কেন্দ্র সরকার তথা খাদ্য দপ্তরের হেল্পলাইন নম্বর (helpline number) রয়েছে। যেই নম্বর গুলোতে আপনি ফোন করতেন পারেন যে কোন অভিযোগ জানতে। নম্বর গুলো নিচে দেওয়া হল।

 

খাদ্য দফতরের হেল্পলাইন নম্বর: 

1) Uttarakhand-18001800150 Uttarakhand – 18001802000, 18001804188

2) West Bengal -18003455555555555555555555555550

3) Punjab-180030061313

4) Rajasthan-18001806127

5) Gujarat-1800235500

6) Madhya Pradesh- 075244165, Helpdesk No.161242424424242422422424 18003453611 Bihar- 18003456194

7) Chhattisgarh- 1800233663 8

8) Goa-1800230022 Haryana- 18001802087

8) Himachal Pradesh- 18001808026

9) Jharkhand- 18003456598, 18003456598 , 1800-212-55512-55512- 180042424424424242424242424244

 

আপনার জন্য
WhatsApp Logo