Saturday, July 27, 2024

এইভাবে আধার কার্ড লক করে দিন, আপনার আধার কার্ড কেউ অবৈধ কাজে ব্যবহার করতে পারবে না! শিখে নিন পদ্ধতি

আপনি যদি একজন আধার কার্ড (Addhar Card) ব্যবহারকারী হন তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবার থেকে আপনি আপনার আধার কার্ডের অপব্যবহার হওয়া থেকে আটকাতে পারেন। এর জন্য আপনার আধার কার্ডটি লক (Lock) করতে হবে। এই আধার কার্ড লক বিষয়টি UIDAI-এরই একটি ফিচার। যার মাধ্যমে আপনি আপনার আধার কার্ড লক করে দিলে যে কোন জালিয়াতি থেকে খুব সহজেই বাঁচতে পারবেন আপনি। তাই জেনে নিন কিভাবে আপনি আপনার আধার কার্ডটি লক করবেন।

 

এইভাবে লক করুন নিজের আধার কার্ড:

আধার কার্ড লক করার জন্য আপনাকে সর্বপ্রথম 1947 এই নম্বরে একটি SMS করতে হবে। SMS এ লিখতে হবে GETOTP এবং শেষে আপনার আধার কার্ডের শেষ 4টি সংখ্যা বসিয়ে ওপরে দেওয়া নম্বরে SMS করে দিন। এরপর আপনার রেজিস্টার ফোন নাম্বারে UIDAI এর তরফ থেকে 6 সংখ্যার একটি OTP আসবে। এরপর আবার 1947 এ আপনাকে SMS পাঠাতে হবে এবং সেই SMS আপনাকে লিখতে হবে LOCKUIDL এবং শেষে আপনার আধার কার্ডের শেষ 4টি সংখ্যা বসিয়ে SMS sent করে দিতে হবে 1947 নম্বরে। আর এভাবেই আপনার আধার কার্ডটি লক হয়ে যাবে।

How to lock Aadhar card

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লক করা আধার কার্ডের কেউ অপব্যবহার করতে পারবেনা: ‘হ্যা’ ঠিকই শুনেছেন। আধার কার্ড লক করে দিলে আপনার আধার কার্ডের কেউ অপব্যবহার করতে পারবেনা, কারণ আধার কার্ড লক করে দিলে আপনাকে ভার্চুয়াল আধার কার্ড দেখিয়ে তা ব্যবহার করতে হবে। আর এভাবেই আপনি আধার জালিয়াতি থেকে মুক্তি পাবেন। জানিয়ে দেই যে, আপনি চাইলে আপনার আধার কার্ড লক থেকে আনলক করতে পারবেন খুব সহজেই। এর জন্য নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করুন।

 

আধার কার্ড আনলক করতে UIDAI এর এই লিঙ্ক ক্লিক করুন: https://myaadhaar.uidai.gov.in/lock-unlock-aadhaar

আপনার জন্য
WhatsApp Logo