আধার কার্ড (Addhar Card) বর্তমানে কার না রয়েছে। প্রত্যেক ভারতীয়র কাছে যেমন ভোটার কার্ড রয়েছে তেমনি প্রত্যেক ভারতীয়র কাছেও এই আঁধার কার্ড রয়েছে। তবে এই আঁধার কার্ড সমন্ধে আমাদের অনেকেরই বেশি কিছু জানা নেই। অনেকেই জানেন যে এই আঁধার কার্ড শুধুমাত্র ব্যাংক অথবা যে কোন সরকারি হোক কিংবা বেসরকারি কাজে এই আঁধার কার্ড ডকুমেন্ট হিসেবে লাগে। তাই এই আঁধার কার্ডের কপি আমরা কিছু না ভেবেই সেই সমস্ত জায়গায় দিয়ে থাকি।
কিন্তু আপনি এটি ভুল করছেন। কোন বেসরকারি সংস্থাকে আপনার আধার কার্ডের কপি দেওয়ার আগে ভালোভাবে সেই সংস্থার বিষয়ে আপনার খোঁজ নেয়া উচিত। কারণ এই আঁধার কার্ড শুধুমাত্র একটি ডকুমেন্ট নয় বরং এটি আপনার ব্যাংক একাউন্টের সঙ্গেও যুক্ত রয়েছে। এমতাবস্থায় আপনার আধার কার্ডের অপব্যবহার হলে নিমিষেই আপনার ব্যাংক একাউন্ট খালি হয়ে যেতে পারে।
আধার কার্ডের অপব্যবহার চেক করুন: ‘হ্যা’ এবার আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের অপব্যবহার হয়েছে কিনা তা পরীক্ষা কিংবা দেখতে পারবেন। এরজন্য আপনাকে সহজ ৪টি ধাপ অনুসরন করতে হবে।
এইভাবে আধার কার্ডের অপব্যবহার চেক করুন: প্রথমে আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in যেতে হবে। এরপর আপনাকে my Addhar এই অপশনটি বেছে নিতে হবে। এরপর ‘Aadhaar Authentication History’ অপশনে ক্লিক করুন। এবং তারপর আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন এবং আপনাকে একটা ক্যাপচা কোড দেয়া হবে, এবং আপনার ফোনে একটি OTP আসবে। সেই OTP নির্দিষ্ট ঘরে বসালেই SMS-এর মাধ্যমে Addhar history দেয়া হবে আপনাকে। তবে মনে রাখবেন Addhar history চেক করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর register করা থাকতে হবে। এবং সেই ফোন নম্বরে এই OTP আসবে।