ভরতে এমন অনেক রেল স্টেশন রয়েছে যেগুলোর সম্পর্কে মানুষ জানে না। যদিও রেলপথকে ভারতের লাইফ লাইন (Life line) বলা হয়, প্রতিদিন গোটা ভারত জুড়ে চলে হাজার হাজার ট্রেন এবং তাতে চড়ে যাতায়াত করেন কোটি কোটি মানুষ। কিন্তু তার সত্বেও ভারতে এমন কিছু অদ্ভুত রেল স্টেশন রয়েছে যেগুলোর সম্পর্কে মানুষ এখনও কিছু জানেন না। আর তেমনি একটি রেল স্টেশন হলো শ্রীরামপুর ও বেলাপুর মহারাষ্ট্রের আহমেদনগর জেলার দুটি রেলওয়ে স্টেশন।
এই দুটি রেল স্টেশনের বিশেষত্ব হলো, এই রেল স্টেশন দুটি উভয়ই রেলপথের একই স্থানে অবস্থিত। আবার রেল স্টেশন দুটি অবস্থিত একেবারে ট্র্যাকের বিপরীত দিকে। এজন্য ট্রেন ধরতে গিয়ে মাঝে মধ্যে বিভ্রান্ত হয়ে পড়েন যাত্রীরা। জানা গেছে শ্রীরামপুর এবং বেলাপুর রেল স্টেশন দুটি বেলাপুর এবং শ্রীরামপুর জেলা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে যে, এই রেল স্টেশন দুটির সঙ্গে ঔরঙ্গাবাদ, শিরডি এবং আহমেদনগর শহরের সরাসরি যোগাযোগ রয়েছে।
ট্রেন ধরতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন যাত্রীরা: এই দুটি স্টেশন একটির বাম দিকে আছে শ্রীরামপুর রেল স্টেশন এবং ডান দিকে রয়েছে বেলাপুর রেল স্টেশন। এজন্য যখনি যাত্রীরা এই রেল স্টেশনে আসেন তারা বিভ্রান্ত হয়ে পড়েন, যেন মনে হয় ভুল ট্রেনে উঠে পড়েছেন তাঁরা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রের আহমেদনগরের বেলাপুর রেল স্টেশনটি বেশ বিখ্যাত। এই জন্য যখনি কোন যাত্রী ট্রেনের টিকিট কাটেন তাকে খেয়াল রাখতে হয় যে ট্রেন আদৌতে কোন প্ল্যাটফর্মে আসবে। কারণ শ্রীরামপুর এবং বেলাপুর রেল স্টেশন একই জায়গায় অবস্থিত। শুধু পার্থক্য হল এই যে, দুটি স্টেশনই ট্র্যাকের বিপরীত দিকে রয়েছে।