Saturday, November 9, 2024

প্ল্যান চেঞ্জ? ট্রেনে টিকিট কাটার পরেও পরিবর্তন করা যায় যাত্রার তারিখ, রেলের এই নিয়ম জানেন

ভারতীয় রেল তাদের যাত্রীদের সুবিধার্থে সর্বত্র বিরাজমান থাকে। তবে অনেকেই ভারতীয় রেলের এই সমস্ত সুযোগ সুবিধার বিষয়ে জানেন না, ফলে এই সমস্ত সু্যোগ সুবিধার ফায়দাও নিতে পারেন না তাঁরা। আর তেমনই একটি ফায়দার কথা বলতে গেলে উঠে আসে ট্রেনের টিকিটের বিষয়ে। কারণ ট্রেনে উঠতে গেলে আপনার টিকিটের প্রয়োজন পড়বে, দূরে কোথাও যাতায়াতের জন্য ট্রেনের টিকিট একটি বড় ভূমিকা রাখে। এই টিকিট ছাড়া ট্রেনে উঠা মানে বিশাল জরিমানার সমান।

 

তবে আপনি কি জানেন ট্রেনের টিকিট কাটার পর যদি আপনার ঘুরতে যাওয়ার প্ল্যান হঠাৎ করে পরিবর্তন হয় তাহলে আপনি চাইলে ট্রেনের টিকিট বাতিল না করে সেই টিকিটের তারিখ (Date) পরিবর্তন করতে পারেন? আর ট্রেন টিকিটের এই সুবিধা সম্পর্কে অনেকেরই অজানা। লোকেরা প্রায়শই দূরপাল্লার ট্রেন গুলোতে টিকিট কাটার পর হঠাৎ করে সেই তারিখে ট্রেনে চাপতে না পারলে মনে করেন যে সেই টিকিট হয়তো বাতিল হয়ে গিয়েছে। কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেই যে একদমই না, আপনি ট্রেনের টিকিট কাটার পরেও পরবর্তীতে ঘুরতে যাওয়ার প্ল্যান পরিবর্তন হলেও আপনি কাটা টিকিটের ডেট (Date) অনায়াসেই বাড়াতে বা পরিবর্তন করতে পারবেন। কিন্তু কিভাবে জানুন।

Train coach number fact

ট্রেন টিকিটের তারিক পরিবর্তন কেবলমাত্র দূরপাল্লা ট্রেন গুলিও জন্যই প্রযোজ্য। বা আপনি যদি অনলাইনে (Online) ট্রেনের টিকিট কেটে থাকেন তাহলেও হবে না। আপনি এই সুবিধা নিতে পারবেন কেবল কাউন্টার থেকে কাটা টিকিটে। এর জন্য আপনাকে ট্রেন বাতিলের ৪৮ ঘন্টা আগে সেই টিকিট নিয়ে কাউন্টারে যোগাযোগ করতে হবে। এবং সেখান থেকেই আপনি আপনার টিকিটের মেয়াদ বাড়াতে পারবেন। যদিও এর জন্য কিছু চার্জ দিতে হবে আপনাকে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo