এটিই হচ্ছে বিশ্ব তথা ভারতের সবচেয়ে ছোট রেল স্টেশন, এতোটাই ছোট যে নাম শুনলে চমকে যাবেন

ভারতীয় রেল (Indian railway) সম্পর্কে কেউ আর অজানা নয়। কারণ ভারতীয় রেল হচ্ছে বিশ্বের মধ্যে চতুর্থ সর্ববৃহৎ রেল যোগাযোগ মাধ্যম। আর এমনটি সম্ভব হয়েছে ভারতীয় রেলের এই দীর্ঘতম রেল ট্রাকের কারণে। কিন্তু আপনি কি জানেন ভারতীয় রেল বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ রেল যোগাযোগ মাধ্যম হওয়ার পরেও ভারতে এমন একটি রেল স্টেশন রয়েছে সেটা কিনা ভারত সহ দুনিয়ার সবচেয়ে ছোট রেলওয়ে স্টেশনে মধ্যে পরে। যেই রেল স্টেশনের নাম শুনলে আপনি চমকে যাবেন, কারণ রেল স্টেশনটি খুবই ছোট্ট।

 

এটাই হচ্ছে দুনিয়া তথা ভারতের সবচেয়ে ছোট রেলওয়ে স্টেশন- এই রেল স্টেশনটির নাম হচ্ছে IB রেল স্টেশন। এই রেল স্টেশনে নাম আইবি নদীর নামে নামকরণ করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই রেল স্টেশনটি ভারতের ওড়িশা রাজ্যের একটি রেলওয়ে স্টেশন। তবে এই রেল স্টেশনটি ছোট্ট হলেও এই রেল স্টেশনটি খুবই সুন্দর দেখতে। জানা গেছে ১৮৮১ সালে বেঙ্গল নাগপুর এবং নাগপুর-আসানসোলের প্রধান রেল লাইন হিসেবে খোলা হয়েছিল এই IB রেলওয়ে স্টেশনটি। পাশাপাশি এই রেল স্টেশনটি ১৯০০ সালে ক্রস-কান্ট্রি হাওড়া-নাগপুর এবং মুম্বাই লাইনে একটি রেল স্টেশন হয়ে উঠেছিল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IB railway station

সবচেয়ে ছোট নামেরও রেল স্টেশন এটি– রেল স্টেশনটি ছোট হওয়ার পাশাপাশি দুনিয়া তথা ভারতের সবচেয়ে ছোট নামের রেল স্টেশন হলো এই IB রেলওয়ে স্টেশনটি। ১৯০০ সালে, যখন বেঙ্গল নাগপুর রেলওয়ে আইবি নদীর উপরে একটি সেতু নির্মাণ করেছিল, তখন ঘটনাক্রমে কয়লা আবিষ্কৃত হয় যা পরে আইবি ভ্যালি কয়লাক্ষেত্রে পরিণত হয় হয়েছিল এই রেল স্টেশনে নামে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment