Monday, October 14, 2024

বিশাল বড় বাংলো ভাড়া দিচ্ছেন শাহরুখ খান, বাংলো ভাড়া নিতে চান? বুক করুন এইভাবে

আপনি কি শাহরুখ খানের বিশাল বাংলোতে থাকতে চান? তবে আপনার সেই ইচ্ছে এবার পূরণ হতে চলেছে। কারণ জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খান (Shahrukh Khan) তার দিল্লিতে তৈরি বিশাল বড় একটি বাংলো ভাড়ায় দিতে চলেছেন। জানা গিয়েছে শাহরু খানের সেই বাংলোটি ভাড়ায় নেওয়ার জন্য ইতিমধ্যেই লাইন পড়ে গিয়েছে অনেকের। লাইন দিয়েছেন তার ভক্তরা। তার কারণ সবাই একবার শাহরুখ খানের বাংলোতে ঢুকে তার বিশাল বহুল জীবন উপভোগ করতে চাইছেন।

সংবাদ সুত্রে খবর, শাহরুখ খানের স্ত্রী গৌরী খান (Gauri Khan) ভাড়া দিতে চলেছেন সেই বাংলো। গৌরী খান তিনি পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। তিনি বেশ কয়েক বছর আগে দিল্লিতে তার সেই বিশাল বাংলোটি ডিজাইন করেছিলেন, তাই প্রচার করার জন্য সেই বাংলোটি ভাড়ায় দিতে চলেছেন তিনি। পাশাপাশি তিনি হোম উইথ ওপেন আর্মস ক্যাম্পেইনের অধীনে লোকজনকে এখানে থাকার অনুমতি দিয়েছেন। তাই ইতিমধ্যেই মানুষ লাইন দিয়েছেন সেই বাংলো ভাড়াতে নেওয়ার জন্য।

SRK HOUSE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাংলো ভাড়া দিচ্ছেন যুবরাজ সিং!

হ্যা ঠিকই শুনেছেন, শুধু শাহরুখ খান নয় চাইলে বাংলো ভাড়া নিতে পারেন যুবরাজ সিংয়েরও। বিভিন্ন খবর সুত্র অনুযায়ী ভারতীয় ক্রিকেট দলের তারকা যুবরাজ সিংও বাড়ি ভাড়া দিচ্ছেন। কারণ কয়েক দিন পরেই যুবরাজ তার বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যেতে চান। আর এই সুবাদে আপনি চাইলে তার গোয়ার বাড়িটি বুকিং (booking) করতে পারেন। জানিয়ে দেই সম্প্রতি যুবরাজ সিং গোয়ায় তার সেই বাড়িটি কিনেছিলেন।

বাড়ি ভাড়া দিচ্ছেন রাবিজানিও 

রাবিজানি যিনি একজন সংগীতশিল্পী, তার প্রধান বাড়ি ছাড়াও ৩টি বেডরুম নিয়ে রয়েছে একটি ভিলা। তাই গোয়াতে ঘুরতে গেলে প্রতি রাতে ৩৫ হাজার টাকার বিনিময়ে ভাড়ায় নিতে পারেন রাবিজানের সেই ভিলাটি।

আপনার জন্য
WhatsApp Logo