Friday, September 13, 2024

গ্রাহকদের একাউন্ট থেকে হঠাৎ করেই কাটা হচ্ছে টাকা, টাকা কাটার কারণও জানিয়ে দিল SBI

আপনি যদি একজন SBI (State Bank of India) গ্রাহক হয়ে থাকেন তাহলে ফোনে অবশ্যই একটি SMS দেখে আপনি চমকে গিয়েছেন। যেই SMS- এ লেখা রয়েছে ১৪৭.৫০ টাকা কেটে নেয়া হয়েছে আপনার ব্যাংক একাউন্ট থেকে। তবে শুধু আমি-আপনি বলে নয় SBI-এর সারা দেশে যতো গ্রাহক রয়েছে সবার একাউন্ট থেকেই এই ১৪৭.৫০ কেটে নিয়েছে SBI। কিন্তু কি কারণে কাটালো এই টাকা? টাকা কাটার কারণ সম্পর্কে নিজেরাই একটি টুইট বার্তায় জানিয়েছেন SBI.

 

আপনি হয়তো যেনে অবাক হবেন যে প্রতি বছরই SBI আপনার একাউন্ট থেকে এই টাকা কেটে নিচ্ছে। আর টাকা কাটার পর সেই SMS আপনার ফোনে পাঠাচ্ছে SBI. তাহলে জেনে নিন কেন ১৪৭.৫০ টাকা কাটা হয়েছে আপনার একাউন্ট থেকে।

SBI customer

আসলে স্টেট ব্যাংকের গ্রাহকদের মধ্যে যাদের ডেবিট কার্ড আছে, কেবল তাঁদের অ্যাকাউন্ট থেকেই এই টাকা কাটা হচ্ছে। আর এই টাকা কারণ হচ্ছে এই টাকা ডেবিট কার্ড রক্ষণাবেক্ষণের চার্জ। যা প্রতি বছরই গ্রাহকদের কাছ থেকে নিয়ে থাকে SBI। টুইটারে SBI জানিয়েছে, ডেবিট কার্ড পিছু বার্ষিক রক্ষণাবেক্ষণের চার্জ হল ১২৫ টাকা। আবার তার উপরে ১৮ শতাংশ জিএসটি (GST) বসিয়ে মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১৪৭.৫০ টাকায়। আবার যাদের ডেবিট কার্ড নেই তাদের একাউন্ট থেকেও এই ১৪৭.৫০ টাকা সহ আরও কিছু টাকা কাটছে SBI। এর কারণ সম্পর্কেও তাঁরা জানিয়েছেন যে, যে সমস্ত গ্রাহকদের একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই কিংবা যাদের ATM লেনদেন ব্যর্থ হয় বছর শেষে তাদের ২০ টাকা জরিমানা করা হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo