Wednesday, November 13, 2024

শতকরা ৯৯ শতাংশ মানুষই জানে না গ্যাস সিলিন্ডারের নিচে থাকা এই ছোট্ট ছিদ্রের রহস্য কি, জানলে অবাক হবেন আপনি

সারা দেশে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হয়। আবার কিছু কিছু রাজ্য বা জায়গায় আছে যেখানে এখনও LPG গ্যাস সিলিন্ডারের মাধ্যমেই বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে, আপনি কি কখনো আপনার বাড়িতে থাকা রান্নার গ্যাস সিলিন্ডারটি ভালো ভাবে খেয়াল করেছেন? দেখেছেন গ্যাস সিলিন্ডারের নিচে একটি ছোট্ট ছিদ্র রয়েছে? যদি দেখে থাকেন তাহলে কি জানেন এই ছিদ্রের কাজ কি? কেন দেওয়া হয়েছে এই ছোট্ট ছিদ্রটি? জানলে অবাক হবেন।

জেনে নিন গ্যাস সিলিন্ডারের নিচে কেন ছোট্ট ছিদ্র দেওয়া থাকেঃ 

বিষয়টি জড়িয়ে আপনার নিরাপত্তার সাথে। কি শুনতে আবাক লাগছে? হ্যা এটাই সত্যি। কারণ ছোট্ট এই ছিদ্রটি না থাকলে ছিল আপনার প্রাণ সংশয়ের ঝুঁকি। কিভাবে….? দেখুন গরম কালে সব কিছুই গরম হয়ে থাকে। তেমনি গরম হয়ে থাকে গ্যাস সিলিন্ডারও, এমতাবস্থায় গরম কালে যখন মিষ্টির দোকানে মিষ্টি বানানো হয় তখন মিষ্টির দোকানের কর্মচারীরা গ্যাস সিলিন্ডারটিকে ঠান্ডা করতে সেটিকে ঠান্ডা জলে রাখেন। যাতে কোন প্রকার কোন দূর্ঘটনা না ঘটে। এবার গ্যাস সিলিন্ডারের নিচে থাকা ওই ছোট্ট ছিদ্রটিও একই কাজ করে অর্থাৎ গরম কালে ওই ছিদ্রটি সিলিন্ডারটিকে পৃষ্ঠ থেকে উত্তপ্ত হতে বাধা দেয়। আর এভাবেই গরম কালে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি কি জানেন গ্যাস সিলিন্ডারের গায়ের রং সবসময় লাল হয় কেন?

আপনি হয়তো লক্ষ্য করেছেন গ্যাস সিলিন্ডার যে কোম্পানিরই হোক না কেন রান্নার গ্যাস সিলিন্ডারের গায়ের রং সবসময় লালই হয়। আর তার কারণ হলো লাল রং দূর থেকে সহজেই বোঝা যায়, আবার লাল রং কে বিপদ সংকেত হিসেবেও চিহ্নিত করা হয়, তাই গ্যাস সিলিন্ডারের গায়ে রং সবসময় লাল থাকে

আপনার জন্য
WhatsApp Logo